শেবাগের মতে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত
নিজের সময়ে মারকুটে ব্যাটার হিসেবে বেশ সুনামই কুড়িয়েছিলেন ভারতের বীরেন্দ্রর শেবাগ। ২০১১ বিশ্বকাপে তার বিধ্বংসী ব্যাটিং ভারতকে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ঘরের মাটিতে সেবার ২৮ বছর পর বিশ্বকাপের শিরোপা জয় করেছিল ভারত। ১২ বছর পর আরও একবার ভারতে ফিরছে বিশ্বকাপের আয়োজন। আর এবারেও শিরোপার দাবিদার দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।।
এবারের বিশ্বকাপে ভারতের শিরোপা স্বপ্নের বড় কাণ্ডারি রোহিত শর্মা-ভিরাট কোহলি। আগের আসরেও দারুণ ব্যাট করেছিলন টপঅর্ডারের এই দুই ব্যাটার। এবারেও তাদের ব্যাট থেকে রানের ফোয়ারা দেখতে উন্মুখ ক্রিক ভক্তরা। তবে এই দুজনের মাঝে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মাকেই এগিয়ে রাখছেন শেবাগ।
আরও পড়ুন: সৌরভের চোখে ভারতের বিশ্বকাপ স্কোয়াড
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের ইস্যুতে বীরেন্দ্রর শেবাগের মন্তব্য, ‘বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবে কে, এটা যদি আমি বলি, তা হলে বলব, এই ক্ষেত্রে যেহেতু আমাকে এক জনের নাম করতে হবে, তাহলে আমি আমাদের অধিনায়ক রোহিত শর্মাকে বেছে নিবো। অনেকেই এই তালিকায় থাকতে পারত। কিন্তু আমি যেহেতু ভারতীয়, তাই একজন ভারতীয়কেই বেছে নেব। আর সেই কারণেই আমার পছন্দ রোহিত শর্মা।’
ভিরাটের চেয়ে রোহিত কেন এগিয়ে সেই ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন নবাব অব নাজাফগর, ‘ভারতের উইকেট ভীষণ ভালো। মূলত ব্যাটিং সহায়ক উইকেট। বাউন্সের তারতম্যও ২২ গজে খুব বেশি হয় না। বলের বাউন্সের উপর ভরসা করে স্ট্রোক প্লে করা যায়। তাই আমার মনে হয় বিভিন্ন একাধিক ওপেনার এখানে বেশি রান করবে। ওপেনারদের কাছে এটা একটা বিরাট সুযোগ রয়েছে।’
রোহিতের বিশ্বকাপের ফর্মটাও অবশ্য মাথায় রাখছেন ভারতের সাবেক এই ক্রিকেটার ‘আমি রোহিত শর্মাকে বেছে নিচ্ছি কারণ, বিশ্বকাপ এলেই ওর এনার্জির লেভেলটাই আলাদা হয়ে যায়। বিশ্বকাপে ওর পারফরম্যান্সও থাকে নজরকাড়া। আর এবার তো রোহিত আবার দলের অধিনায়ক। ফলে ওর বাড়তি তাগিদও থাকবে ভালো রান করার। তাই আমার মনে হয়, যে কোনও দলের বিরুদ্ধে বড় তফাত গড়ে দেওয়ার ক্ষমতা রাখে ও। আমি আশা করছি, ওডিআই বিশ্বকাপে প্রচুর রানও করবে রোহিত।’
রোহিত শর্মার অতীতটাও অবশ্য শেবাগের মতকেই সমর্থন জানাবে। ২০১৯ বিশ্বকাপটা দারুণভাবে শেষ করেছিলেন ভারতের অধিনায়ক। সেবার বিশ্বকাপে ৫টি শতক ছিল তার নামের পাশে। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও হয়েছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।
জেএ