বাংলাদেশ সফরে কিউইদের কোচ থাকছেন যারা
টানা দুই বিশ্বকাপ থেকে রানারআপের স্বান্তনাসূচক মেডেল নিয়েই ঘরে ফিরতে হয়েছে নিউজিল্যান্ডকে। এর আগে ২০১১ বিশ্বকাপেও ছিল সেমিফাইনালের মঞ্চে। স্বাভাবিকভাবেই এবার শিরোপা জেতার জন্য মরিয়া হয়ে আছে দলটি। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে তাই একাধিক সিরিজের মাধ্যমে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় ব্ল্যাকক্যাপসরা।
তবে শুধু সিরিজ আয়োজনেই ক্ষান্ত হচ্ছেনা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রতিটি সিরিজ ভিত্তিক আলাদা কোচও নিয়োগ দিয়েছে সংস্থাটি। খেলোয়াড়দের বিশেষ কিছু দিকে উন্নতির জন্য আলাদা করে কোচ নিয়োগের এই পরিকল্পনা তাদের।
আরও পড়ুন: সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত
বিশ্বকাপের এই প্রস্তুতিপর্বে কিউইদের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন স্টিফেন ফ্লেমিং, জেমস ফস্টার, সাকলায়েন মুশতাক এবং ইয়ান বেল। তবে সব কোচকেই একত্রে কাজ করতে হচ্ছেনা। ভিন্ন ভিন্ন সিরিজে তাদের পরিবর্তন করানো হবে।
কোচিং প্যানেলে যুক্ত হওয়া ফ্লেমিং এবং ফস্টার দুজনের প্রোফাইলই বেশ উন্নত বলা চলে। দুজনেই যুক্ত ছিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজের হয়ে। বিশ্বের সবচেয়ে বড় এই টি-টোয়েন্টি লিগে চেন্নাই সুপার কিংসকে ৫বার শিরোপা এনে দিয়েছেন ফ্লেমিং। এছাড়া ২০২১ সালে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেও কিউইদের কোচিং প্যানেলে ছিলেন তিনি। বর্তমানে যুক্ত আছেন দ্য হান্ড্রেড এর দল সাউদার্ন ব্রেভসের সঙ্গে।
আরও পড়ুন: উইলিয়ামসনের ফেরা নিয়ে যা বলছেন কোচ স্টিড
অন্যদিকে জেমস ফস্টার ফিল্ডিং কোচ এবং সহকারী কোচ হিসেবে কাজ করেছেন কলকাতা নাইট রাইডার্সে। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগের কোচিং প্যানেলেও নিয়মিত মুখ তিনি।
আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কিউই কোচদের দায়িত্ব:
আরব আমিরাতের সাথে টি-টোয়েন্টি- (১২-২১ আগস্ট) গ্যারি স্টিড, লুক রঙ্কি, শেন জার্গেনসন
ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি- (আগস্ট ৩০-৫ সেপ্টেম্বর) গ্যারি স্টিড, লুক রঙ্কি, শেন জার্গেনসন, ইয়ান বেল
ইংল্যান্ডের সাথে ওডিআই- (৮-১৫ সেপ্টেম্বর) গ্যারি স্টিড, শেন জার্গেনসন, ইয়ান বেল, জেমস ফোস্টার/ স্টিফেন ফ্লেমিং
বাংলাদেশের সাথে ওডিআই- (২১-২৬ সেপ্টেম্বর) লুক রঙ্কি, শেন জার্গেনসন, ইয়ান বেল
ক্রিকেট বিশ্বকাপ ২৩- (অক্টোবর/নভেম্বর) গ্যারি স্টিড, লুক রঙ্কি, শেন জার্গেনসন, জেমস ফোস্টার
বাংলাদেশের সাথে টেস্ট- (২৮ নভেম্বর-১০ ডিসেম্বর) লুক রঙ্কি, সাকলায়েন মুশতাক (বোলিং কোচ)
এসএইচ/জেএ