দীর্ঘদিন পর ওয়ানডে দলে বোল্ট-জেমিসন
সম্পূর্ণ ভিন্ন কারণে দুই ক্রিকেটার দীর্ঘদিন নিউজিল্যান্ডের ওয়ানডে দলের বাইরে ছিলেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ট্রেন্ট বোল্ট এবং কাইল জেমিসনকে আবারও ফরম্যাটটিতে ফেরানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড দিয়েছে নিউজিল্যান্ড। যেখানে প্রায় এক বছর পর ডাক পেয়েছেন বোল্ট। দীর্ঘদিন পিঠের ইনজুরিতে ভোগা জেমিসনও গত বছরের এপ্রিলের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তিনিও রয়েছেন ঘোষিত দলে।
এর আগে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গত বছর বোল্ট নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। এরপর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন বাঁ-হাতি এই পেসার। কিউইদের হয়ে এই বাঁ-হাতি পেসার ৯৯ ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৮৭ উইকেট। গত দুই ওয়ানডে বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন কিউই এই পেসার। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন অভিজ্ঞ টিম সাউদিও।
বোল্ট-জেমিসনদের দলে ফেরা নিয়ে কিউই কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘ট্রেন্টের ওয়ানডে দলে ফেরাটা দুর্দান্ত ব্যাপার, সেও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি নিউজিল্যান্ডের জন্য বেশ ভালো পরীক্ষা হবে। ইংল্যান্ড সাদা বলে অনেক দিন ধরেই খুব ভালো দল। বিশ্বকাপের আগে আমরা তাদেরই মাঠে ভালো করতে চাই।’
আরও পড়ুন >> উইলিয়ামসনের ফেরা নিয়ে যা বলছেন কোচ স্টিড
ভারতের মাটিতে ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ড মোকাবিলা করবে ইংল্যান্ডের। আগের আসরের দুই ফাইনালিস্ট দলও তারা, যেখানে ইংলিশরা শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলেছিল। আইসিসির এই মেগা আসরটির আগে ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড।
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 9, 2023
চোটের পর অস্ত্রোপচারের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে এই সিরিজ থেকে বিরতি দেওয়া হয়েছে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে। এছাড়া থাকছেন না মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশামও। তবে সম্প্রতি অনুশীলন শুরু করা অধিনায়ক কেইন উইলিয়ামসন পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ইংল্যান্ডে দলের সঙ্গে থাকবেন।
ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কিউইরা টি-টোয়েন্টি সিরিজও খেলবে। যার জন্য টিম সাউদিকে অধিনায়ক রেখে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দুই সিরিজেই তিনি দলকে নেতৃত্ব দেবেন। আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন আদি আশোক।
আরও পড়ুন >> বাংলাদেশ সিরিজের জন্য সূচি প্রকাশ নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড (আরব আমিরাতের বিপক্ষে)
টিম সাউদি (অধিনায়ক), আদি অশোক, চ্যাড বোয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড (ইংল্যান্ডের বিপক্ষে)
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ইশ সোধি
এএইচএস