স্বদেশি বিমানেই ব্যাগ খোয়ালেন স্টোকস
রোমাঞ্চকর অ্যাশেজ শেষে যার যার গন্তব্যে ছুটছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। একই সময়ে বিভিন্ন সিরিজ ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে নামছে প্রতিযোগি দেশগুলো। তবে ওয়ানডে দল থেকে আগেই অবসর নেওয়ায় বেন স্টোকসের আপাতত কোনো ব্যস্ততা নেই। ছুটি কাটানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে ভোগানো হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচারেরও পরিকল্পনা রয়েছে তার। কিন্তু এর মধ্যে সিরিজ শেষ হতেই ইংল্যান্ড অধিনায়ক নতুন বিপত্তিতে পড়েছেন। ব্যাগ হারিয়েছেন স্বদেশি বিমান থেকে।
পরবর্তীতে নিজের ব্যাগ হারানোর বিষয়টি বিমান সংস্থাকে ট্যাগ করে টুইট করেছেন স্টোকস, ‘বিমান থেকে আমার ব্যাগ নামেনি। যদি কোনো সাহায্য পাই ভাল হয়।’ পরবর্তীতে ব্রিটিশ এয়ারওয়েজ ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি ব্যবস্থা নেওয়ার কথাও জানায়, ‘এমন ঘটনায় আমরা দুঃখিত। আপনার বিমানযাত্রার সব তথ্য আমাদের পাঠান। আমরা বিষয়টি দেখছি।’
আরও পড়ুন >> টেস্ট বাঁচাতে বাংলাদেশসহ সবার সমান সুযোগ চান নাসের
এর আগে অ্যাশেজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের যাত্রা শুরু হয়েছিল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে তৃতীয় টেস্ট থেকে পাল্টাই লড়াইয়ে নামে ইংল্যান্ড। মাঝে চতুর্থ ম্যাচও তাদের নিয়ন্ত্রণেই ছিল। ফলে সিরিজ জয়ের বড় সুযোগ ছিল স্টোকসদের সামনে। বৃষ্টির কারণে সেটি সম্ভব না হলেও পঞ্চম ও শেষ টেস্ট জিতে তারা ২-২ সমতায় সিরিজ শেষ করেছে।
— Ben Stokes (@benstokes38) August 2, 2023
চোট নিয়েই সদ্য সমাপ্ত অ্যাশেজে চারশ’র বেশি রান করেছেন স্টোকস। চতুর্থ টেস্টে তিনি শতরানও করেন। তবে তিনি ছিলেন কেবল ব্যাটার ও অধিনায়কের ভূমিকায়, রান-আপে ঝুঁকি থাকায় বল হাতে দেখা মেলেনি স্টোকসের। ইংল্যান্ড আবার টেস্ট খেলবে পরের বছরের শুরুতে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। এর ভেতর ওয়ানডে দলের হয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেন স্টোকস।
ওই সময় তিনি জানিয়েছিলেন, ‘আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার। অ্যাশেজ শেষে আমি ছুটিতে যাচ্ছি। আপাতত এতটুকুই আছে আমার ভাবনায়। আমার হাঁটুতে চোট রয়েছে। এটার একটা সমাধান করতে চাই। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তবে তখন সিরিজ চলমান থাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমার মনে হয়, সময় বুঝে করে ফেলা উচিত। আমি আলোচনা করব, কী করলে কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়া বোলিং করতে পারব।’
এএইচএস