প্রস্তুতি ম্যাচে ভালো কিছুর আভাস দিলেন সৌম্য
শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে আগমনের পর থেকেই আলোচনায় ছিলেন সৌম্য সরকার। কোচ হাথুরুর প্রিয় এই শিষ্য বেশ অনেকটা দিন ধরেই জাতীয় দলের বাইরে। অফফর্মের জন্য দলে জায়গা হারালেও আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি।
ইমার্জিং দলের হয়ে আরও একবার মাঠে নেমেছেন সৌম্য। জাতীয় দলে ডাক পেতে ভালো কিছু করার বিকল্প ছিল না তার সামনে। সুযোগ পেয়ে তা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সৌম্য সরকার। আফগানিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া উইকেট আর ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তিনি।
ইমার্জিং এশিয়া কাপকে সামনে রেখেই আয়োজন করা হয়েছিলো এই প্রস্তুতি ম্যাচের। তাতে নিজের পারফর্ম নিয়ে সৌম্য খুশি থাকলেও দলীয় পারফর্ম্যান্স মনে রাখার মতো নয়। ৪০ ওভারের ম্যাচে বল হাতে খুব বেশি ভাল করতে পারেননি কেউই।
আগে ব্যাট করতে নেমে জুবাইদ আকবরির ৯৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ২২৫ রান জমা করে আফগানিস্তান। বল হাতে দুটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী ও সৌম্য সরকার। বাকি দুজনের তুলনায় রান খরচে কৃপণই ছিলেন সৌম্য।
ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তামজিদ হাসান তামিমের ৪৯ বলে ৪২ বাদ দিলে বাকি সবাই ছিলেন ব্যর্থ।
জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও সাইফ হাসানের মত পরীক্ষিত খেলোয়াড় থাকলেও ব্যর্থ হয়েছেন সকলেই। তবে, ৬ নম্বরে নেমে সৌম্য সরকার কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। শুরুটাও ছিলো ভালো। যদিও ইনিংস লম্বা করা হয়নি তার। ধরেছিলেন দলের হাল। ২৬ বলে ২২ রান করে তিনিও ফেরেন সাজঘরে। পুরো ইনিংসে ছিলো দুই বাউন্ডারি।
বাংলাদেশ ৮৩ রানের বড় ব্যবধানে ম্যাচ হারলেও এদিন নিজের সামর্থ্যের জানান দিয়েছেন সৌম্য। জাতীয় দল থেকে তামিমের অবসর পরবর্তী সময়ে যাদের নিয়ে প্রত্যাশা করছে বাংলাদেশ তাদের একজন তিনি। ইমার্জিং এশিয়া কাপে ব্যাটে বলে তিনি ঠিক কতখানি সফল হবেন, সেটার উপরেই নির্ভর করছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা।
জেএ