ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেতৃত্বে হার্দিক
ওয়েস্ট ইন্ডিজ সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তারুণ্যে ভরপুর স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের স্কোয়াডে আইপিএল তারকাদের ছড়াছড়ি। নতুন মুখ হিসেবে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বার্মা। আছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জসওয়ালও। তরুণ পেসার মুকেশ কুমারেরও নাম রয়েছে স্কোয়াডে। যদিও কলকাতার হয়ে আইপিএল মাতানো রিংকু সিংয়ের জায়গা হয়নি।
আইপিএলে গত দুই মৌসুমে কেকেআরের হয়ে ছন্দে ছিলেন রিংকু। বিশেষ করে সর্বশেষ আসরে বার বার নজরে এসেছেন তিনি। ভারতীয় বোর্ড তরুণদের সুযোগ দিতে চাইছে টি-টোয়েন্টি দলে। তাই অনেকেই মনে করেছিলেন টি-টোয়েন্টি দলে হয়তো রিংকুকে নেওয়া হতে পারে। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল। রিংকুকে আরও কিছুটা সময় দেওয়া দরকার বলে মনে করছেন নির্বাচকেরা।
— BCCI (@BCCI) July 5, 2023
এক দিন আগেই অজিত আগারকর ভারতের প্রধান নির্বাচক হয়েছেন। তারপরের দিনই তিনি টি-টোয়েন্টি দল বেছে নিলেন। যথারীতি হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্বে ভরসা রাখলেন ভারতের নির্বাচকরা। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে সূর্যকুমার যাদবকে। ভারতীয় সংবাদমাধ্যমে দাবি, হার্দিক-সূর্যকে কেন্দ্র করেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গড়ে তুলতে চাইছেন নির্বাচকরা। দুই উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন ইশান কিষান ও সাঞ্জু স্যামসন।
টি-টোয়েন্টি স্কোয়াডে চারজন স্পিনার রাখা হলেও জায়গা হয়নি রবীন্দ্র জাদেজার। চার স্পিনার হলেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। ভারতের পেস আক্রমণও একেবারে তরুণ। মুকেশ-আবেশের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন উমরান মালিক ও আর্শদীপ সিং।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমান গিল, যশস্বী জসওয়াল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (ভাইস ক্যাপ্টেন), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।
এফআই