দেশকে প্রতিনিধিত্ব করার সেরা ফরম্যাট টেস্ট : হাথুরুসিংহে
দুদিন আগেই শেষ হয়েছে ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ভারতকে শোচনীয়ভাবে পরাজিত করে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তবে আসন্ন আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সাদা পোশাকের একমাত্র ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। এমন ম্যাচ খেলতে ক্রিকেটারদের কিভাবে অনুপ্রেরণা যোগাচ্ছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, তিনি সেই উত্তর দিয়েছেন। যেখানে হাথুরু বলছেন, টেস্ট ক্রিকেট দেশকে প্রতিনিধিত্ব করার সেরা ফরম্যাট।
আগামীকাল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে। তার আগে আজ (১৩ জুন) মিরপুর শের-ই বাংলা মাঠে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার কোচ হাথুরুসিংহে। এই সময় তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান, আপনি এখনও কিন্তু দেশের হয়ে খেলছেন। এটা কতদিন আগে এসেছে? দুই, তিন বা চার বছর আগে। এর আগে দেশের হয়ে আপনি টেস্ট খেলেছেন, ৯ বা ১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখে বেড়ে উঠেছেন। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে সে ভুল জায়গায় আছে।’
আরও পড়ুন >> নিজস্ব টিভি চ্যানেলের নাম জানাল বিসিবি!
টেস্ট ক্রিকেটের গুরুত্ব প্রসঙ্গে এই লঙ্কান কোচ আরও বলেন, ‘আমার ধারণা খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই তাদের অনুপ্রেরণার জন্য যথেষ্ট। এটাকে আমি এভাবেই দেখি। দেশের হয়ে খেলা যেকোনো ম্যাচই সম্মানের। বিষয়টাকে আমি এভাবেই দেখছি।’
দেশকে প্রতিনিধিত্ব করার জন্য টেস্ট ক্রিকেটকেই সেরা মঞ্চ বলছেন হাথুরু, ‘সবমিলিয়ে যদি আমার কথা জিজ্ঞেস করেন ক্রিকেট খেলাটা সবার ওপরে। ভবিষ্যতে বাকি ফরম্যাটগুলো কত বেশি জনপ্রিয় হলো, তাতে কিছু যায়-আসে না। আপনি জানেন টেস্ট ক্রিকেটে আপনার স্কিলের পরীক্ষা হয়। বোলার, ব্যাটার বা ফিল্ডার হিসেবে আপনার পারফরম্যান্স ও মানসিক স্কিলের পরীক্ষা হয় এখানে। টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো আর কোনো ফরম্যাট হতে পারে না, যদি আপনি সত্যিই দেশকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে গর্বিত হতে চান।’
এসএইচ/এএইচএস