পাকিস্তানের কোচ হলেন ব্র্যাডবার্ন
অনেকদিন ধরেই সাবেক প্রোটিয়া ক্রিকেটার মিকি আর্থারকে কোচ বানাতে মুখিয়ে ছিল পাকিস্তান। কিন্তু কাউন্টি দলের দায়িত্বে থাকায় আর্থার বাবর আজমদের টিম ডিরেক্টর হিসেবে থাকতে চান। তবে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে আর অপেক্ষা করতে রাজি নয় দেশটি। তাই তো আগামী দুই বছরের জন্য তারা গ্র্যান্ড ব্র্যাডবার্নকে জাতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছে।
সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতার পর ওয়ানডেতে দাপুটে জয় পায় পাকিস্তান। ওই সিরিজে ব্র্যাডবার্ন বাবরদের পরামর্শক হিসেবে ছিলেন। তার সাময়িক সময়ের গুরুদায়িত্বে পাকিস্তান ওয়ানডেতে ৪-১ ব্যবধানে জয় এবং ফরম্যাটটিতে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে পাকিস্তান।
আরও পড়ুন >> এশিয়া কাপ ইস্যু ছাড়াও পাকিস্তানের আপত্তি মোদির আহমেদাবাদে
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যাডবার্ন এর আগে ২০১৮-২০২০ সাল পর্যন্ত ফিল্ডিং কোচ এবং স্কটল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। ফলে জাতীয় দলের ক্রিকেটারদের সামর্থ্য এবং চ্যালেঞ্জ সম্পর্কে জানেন ব্র্যাডবার্ন।
— Cricket Pakistan (@cricketpakcompk) May 13, 2023
তার নিয়োগের বিষয়ে পিসিবি প্রধান নাজাম শেঠী জানিয়েছেন, ‘গ্র্যান্ড ব্র্যাডবার্নকে কোচের দায়িত্ব দিতে পেরে আমি আনন্দিত। তার কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমাদের জাতীয় দল ও ক্রিকেট একাডেমির দায়িত্ব পালনের সময় তিনি এখানকার ক্রিকেট সংস্কৃতি ও দর্শন সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। যার মাধ্যমে দলটিকে এগিয়ে নেওয়ার জন্য আদর্শ বলে মনে হয়েছে তাকে।’
শেঠী আরও বলেন, ‘মিকি আর্থারকে টিম ডিরেক্টর এবং ব্র্যাডবার্নকে কোচ হিসেবে পেয়ে আমাদের জাতীয় দল উপকৃত হবে। যা তাদেরকে ক্রিকেটের তিন ফরম্যাটেই আধিপত্য করতে সাহায্য করবে।’
আরও পড়ুন >> ‘পাকিস্তানকে ভারত বিশ্বকাপে যেতে দেবে না সরকার’
চলতি বছরে দুটি বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান এবং ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। তবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে ভারতের অনাগ্রহের কারণে তৈরি হয়েছে টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা। পরে যদিও পাকিস্তান আরব আমিরাতে ভারতের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতে ভারত-বাংলাদেশসহ অন্য দেশগুলো সম্মতি দেয়নি। এদিকে, এশিয়া কাপ খেলতে ভারত না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুমকি দিয়ে আসছে। তবে বাংলাদেশ কিংবা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো আয়োজন করার দাবি জানিয়েছে বাবরদের দেশ।
এএইচএস