প্রথম দিনের ক্যাম্প যেভাবে কাটল ক্রিকেটারদের
আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সিলেটে আজ (২৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে তিন দিনের অনুশীলন ক্যাম্প। মূলত ইংল্যান্ডের উইকেটের সঙ্গে মিল থাকায় ক্যাম্পের জন্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিলেটকে বেছে নেন বলে আগেই জানা গেছে।
প্রথম দিনের অনুশীলনে ম্যাচের কন্ডিশনের সঙ্গে মানিয়ে ওঠার বিষয়ে কিছু কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়। একইসঙ্গে দেখানো হয়েছে ক্রিকেটাররা নির্দিষ্ট ম্যাচের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পজিশনে কীভাবে ব্যাট করবেন। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলে নতুন করে ডাক পাওয়া পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
তিনি বলছেন, ‘আজকের প্র্যাকটিসে ম্যাচ কন্ডিশনের ওপর প্রথম ১০ ওভারে কীভাবে খেলতে হবে, শেষদিকে কীভাবে খেলতে হবে...সে অনুযায়ী ব্যাটারদের নামানো হয়েছে। এই যেমন কাউকে নামিয়ে বলা হয়েছে তুমি ১০ ওভার ব্যাট করো। এভাবেই প্ল্যান দেওয়া হয়েছে, পরে তারা সেভাবেই ব্যাটিং করেছেন। আজকে শুধু ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অনুশীলন হয়েছে।’
আরও পড়ুন >> পেস অলরাউন্ডার হওয়ার ইচ্ছা মৃত্যুঞ্জয়ের
সিলেটের উইকেট বাউন্সি হলেও সেটা ইংল্যান্ডের মতো পুরোপুরি পাওয়া সম্ভব না বলে মনে করছেন মৃত্যুঞ্জয়, ‘এখানকার উইকেট বাউন্সি আছে। সেক্ষেত্রে সিলেটের উইকেটের সুনাম আছে আগে থেকেই। আজকেও আমরা অনুশীলন করেছি, বাউন্স ছিল উইকেট। যেটি আমাদের কিছুটা হলেও প্রস্তুতিতে সাহায্য করবে। পুরোপুরি একই রকম উইকেট তো এখানে পাওয়া সম্ভব নয়।’
তিনদিনের ক্যাম্প শেষে আগামী পহেলা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে পৌঁছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ।
আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে নেই এমন ক্রিকেটাররাও ছিলেন আজকের অনুশীলনে। নাসুম আহমেদ, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহীসহ ছিলেন রেজাউর রহমান রাজাও। এদিকে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। আইপিএলের কারণে অনুশীলনে অনুপস্থিত লিটন দাস এবং মুস্তাফিজুর রহমানও। চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে তিনটি ওয়ানডে ম্যাচ হবে আগামী ৯, ১২ ও ১৪ মে।
এসএইচ/এএইচএস