বাদ পড়ার পর বোমা ফাটালেন রুমানা
চার বছর আগে বাংলাদেশের হয়ে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিলেন রুমানা আহমেদরা। ওই সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতে। যাতে বেশ ভালো ভূমিকা ছিল রুমানার। ২০১১ সাল থেকে এই অলরাউন্ডার বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ। কিন্তু আসন্ন শ্রীলঙ্কা সফরের দল থেকে হঠাৎ করেই বাদ পড়েছেন রুমানা ও সালমা খাতুন। যার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, তা মানতে নারাজ রুমানা।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে রুমানা ও সালমার না থাকা নিয়ে বিসিবির নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম বলেন, সামনে অনেক বেশি ম্যাচ থাকায় ওয়ার্ক লোড কমাতেই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
— Cricket Mood (@Cricketmood) April 20, 2023
এর বিপরীত কথা বলছেন রুমানা। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার কণ্ঠে অভিযোগই ঝরেছে। একইসঙ্গে দলের ড্রেসিংরুম সম্পর্কেও দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। রুমানা বলেন, ‘নিশ্চিতভাবেই মনে হচ্ছে আমাকে বাদ দেওয়া হয়েছে। আপনি যখন কাউকে বিশ্রাম দেবেন অবশ্যই সেই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। যদিও এটা সম্পূর্ণভাবে তাদের (টিম ম্যানেজমেন্ট) ব্যাপার, তারা আমাকে কী দিয়েছে (বিশ্রাম নাকি বাদ) জানি না। কিন্তু তারা আমার সঙ্গে কথা বলেনি বলে এমন (বাদ পড়ার কথা) মনে হচ্ছে।’
রুমানা এরপর ড্রেসিংরুমের অভিজ্ঞতা তুলে ধরেন। নিজের বাজে অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই অলরাউন্ডার বলছেন, ‘আমাদের এখানে দীর্ঘদিন ধরে এটি (সিনিয়রদের ভালো ভাবে গ্রহণ না করা) ঘটে আসছে। এটি নতুন কিছু নয়। ব্যাপারটা এমন যে, এখন সময় জুনিয়রদের এবং এটা বাংলাদেশ দলে খুব স্বাভাবিক বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সিনিয়রদের সম্মান দেখানোর অভাব রয়েছে। অথচ অন্য দেশগুলোতে সিনিয়রদের প্রাপ্য সম্মান দেওয়া হয়। অভিজ্ঞতার যথার্থ মূল্যায়ন করা হয় সেখানে এবং তাদের ফিটনেস নিয়ে খুব বেশি আলোচনা করতেও দেখা যায় না।’
রুমানা বলেন, ‘আমাদের দেশে সিনিয়রদের সম্মান দেখানোর অভাব রয়েছে। অথচ অন্য দেশগুলোতে সিনিয়রদের প্রাপ্য সম্মান দেওয়া হয়। অভিজ্ঞতার যথার্থ মূল্যায়ন করা হয় সেখানে এবং তাদের ফিটনেস নিয়ে খুব বেশি আলোচনা করতেও দেখা যায় না।’
আগামী ২৯ এপ্রিল কলম্বোর পি. সারা ওভালে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ২ ও ৪ মে বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর কলম্বোর এসএসসি গ্রাউন্ডে মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ৯, ১১ ও ১২ মে।
এএইচএস