দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লি
চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই দিল্লি ক্যাপিটাল। পরপর পাঁচটি ম্যাচ হেরে টুর্নামেন্টটি থেকেই সবার আগে বাদ পড়ার শঙ্কায় ফ্র্যাঞ্চাইজিটি। আর দুটি ম্যাচ হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে মুস্তাফিজুর রহমানের দলের। এর মধ্যেই বড় ধাক্কা খেল দিল্লি।
প্রথম জয়ের লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে দিল্লি। তার আগেই এলো দুঃসংবাদটা। চোটের জন্য ছিটকে গেলেন দলের এক ক্রিকেটার। ইনজুরির কারণে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না কমলেশ নাগরকোটি। অবশ্য নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে কেনা এই পেসারকে চলতি আসরে এখনো পর্যন্ত এক ম্যাচও খেলায়নি দিল্লি। আর খেলাতেও পারবে না।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, নাগরকোটি অনুশীলনে চোট পেয়েছেন। তার পিঠের পুরনো চোটের ব্যথা বেড়েছে। দলের চিকিৎসকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় কেকেআরের সাবেক ক্রিকেটার আর খেলতে পারবেন না।
আরও পড়ুন: সৌরভদের ছাঁটাই করতে পারে দিল্লি
জাতীয় দলের হয়ে না খেলা ক্রিকেটারদের মধ্যে নাগরকোটি ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। তরুণ পেসার অবশ্য প্রায়ই চোটে ভোগেন। চোটের জন্য ২০১৮ এবং ২০১৯ সালের আইপিএলেও খেলতে পারেননি তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য নাগরকোটি এখনও পর্যন্ত আইপিএলের মোট ১২টি ম্যাচ খেলেছেন।
এদিকে, তার বদলি ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। তবে জয়ের খোঁজে কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা করছে বলে গুঞ্জন রয়েছে।
এফআই