দলে সুযোগ পাচ্ছেন না, যে বার্তা দিলেন লিটন
ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তা পার করে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার ওপেনার লিটন দাস। এরপর ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেইজ থেকে সর্বত্রই দেখা গেছে লিটন বন্দনা। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর টানা দুই ম্যাচে একাদশের বাইরেই থাকলেন টাইগার উইকেটকিপার ব্যাটার। আর তাই আইপিএল অভিষেকের অপেক্ষাটাও দীর্ঘ হচ্ছে লিটনের।
এখন ঘুরেফিরে সবার মনে একটা প্রশ্ন, কেকেআরের জার্সিতে কবে খেলবেন লিটন। অবশ্য এমন প্রশ্নের উত্তর দেওয়া আপাতত কঠিন কাজই। লিটনের জায়গায় কলকাতার হয়ে বিদেশি যে ক্রিকেটার ওপেনিং করছেন, সেই রহমানউল্লাহ গুরবাজ অবশ্য খুব একটা ছন্দে নেই। কলকাতার হয়ে শেষ তিন ম্যাচে আফগান ওপেনার পাননি বড় কোনো রান।
Hope KKR make a strong comeback soon! আশা করি কেকেআর শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে! #LKD16 #AmiKKR Litton Das Moments
Posted by Litton Kumer Das on Sunday, April 16, 2023
গতকাল (রোববার) মুম্বাইয়ের বিপক্ষেও করেছেন ১২ বলে মোটে ৮ রান। এছাড়া আদন্দ্রে রাসেলরাও দলের হয়ে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। যার দরুণ টানা জয়ের পর আবারো টানা হারের মুখ দেখল কেকেআর। কলকাতার পরবর্তী ম্যাচ ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
আরও পড়ুন: মন বলছে লিটনকে খেলাও : আকাশ চোপড়া
কলকাতার ওপেনাররা প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন। তার মধ্যেই আবারো লিটনকে নিয়ে গুঞ্জন উঠেছে। তবে তার আগে আজ (সোমবার) নিজের অফিসিয়াল ফেসবুকে কলকাতাকে নিয়ে বার্তা দিয়েছেন লিটন। নিজ দলের শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তাই দিলেন টাইগার এই ওপেনার। লিটন বলছিলেন, 'আশা করি কেকেআর শিগগিরই শক্তিশালী প্রত্যাবর্তন করবে।'
এসএইচ/এফআই