রিংকুকে শচিনের সঙ্গে তুলনা করলেন শেবাগ
গত সপ্তাহে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কলকাতাকে ম্যাচ জিতিয়েছিলেন রিংকু সিং। এরপরের ম্যাচে আবারও খেলেছেন ২১ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। এমন ব্যাটিংয়ের পর এবার তাকে প্রশংসায় ভাসিয়েছেন বীরেন্দর শেবাগ।
ক্রিকবাজের ম্যাচ পূর্ববর্তী আলোচনায় ২৫ বছর বয়সী রিংকুকে কিংবদন্তি শচিন, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে তুলনা দেন শেবাগ। তার মতে, কলকাতার জন্য ম্যাচ উইনার এই তরুণ ব্যাটার।
শেবাগ বলেন, 'কেকেআর দলে একটা ভরসার জায়গা তৈরি হয়েছে যে, রিংকু এখনও আছে। যখন মহেন্দ্র সিং ধোনি ম্যাচ জেতানো শুরু করল, তখন সবার মনে আস্থা জন্মেছিল যে, ধোনি আছে এখনও। নব্বইয়ের দশকে বিষয়টি এমন ছিল যে, টেন্ডুলকার টিকে থাকলে ম্যাচ জেতা সম্ভব। অন্যথায় নয়। এখন কেকেআর ও রিংকু সিংয়ের ক্ষেত্রেও তা-ই। এর আগে তাদের জন্য ছিল আন্দ্রে রাসেল।'
'ক্রিকেট ইতিহাসে এমনটা (শেষ ৫ বলে ৫ ছক্কা) আগে কখনও হয়নি এবং রিংকুও আবার কখনও তা করতে পারবে না। এই রেকর্ড হয়েছে, হয়তো ভেঙেও যাবে। কিন্তু রিংকু কখনও আর ৬ ছক্কা মেরে এই রেকর্ড ভাঙতে পারবে না।'-তিনি আরও যোগ করেন।
এইচজেএস