আজকের ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ
প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর টানা দুই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ঘরের মাঠ ইডেন গাডেন্সে এবার তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। যারা এখন পর্যন্ত জয় পেয়েছে একটি ম্যাচে। কলকাতার আজকের ম্যাচে একাদশ কি অপরিবর্তিত থাকবে নাকি কোনো পরিবর্তন আসবে?
কলকাতা এখনও পর্যন্ত পাঁচজন বিদেশী ক্রিকেটারকে খেলিয়েছে। তাদের মধ্যে একজন ওপেনার, দুইজন অলরাউন্ডার আর বাকি দুইজন পেসার। এই পাঁচজন ছাড়াও দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন জেসন রয় ও লিটন দাস। তাদেরকেও একাদশের ভাবনায় রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে বিদেশীদের মধ্যে প্রথম সারির এই সাত জনের মধ্যেই একাদশের লড়াইটা হবে।
তবে লিটনের মূল লড়াইটা মূলত রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে হবে। গুরবাজ ইতোমধ্যে আসরে তিন ম্যাচ খেলে ফেলেছেন। যেখানে এক ফিফটিসহ ৩১.৩৩ গড়ে মোট সংগ্রহ ৯৪ রান। স্ট্রাইক রেট ছিল ১৩০ এর কাছাকাছি। এমন পরিসংখ্যান তাকে খুব বেশি এগিয়ে না রাখলেও, দলের বাকিদের সঙ্গে তুলনা করলে ব্যর্থ বলারও সুযোগ নেই।
আরও পড়ুন মুস্তাফিজকে বসিয়ে রাখা নিয়ে যা বললেন মাশরাফি
একাদশে জায়গা পেতে লিটনের আরেক প্রতিদ্বন্দী রয়। আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা রয় এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। ২৯.৯১ গড় ও ১২৯.০২ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২৯।
ওপেনিংয়ে রয় কিংবা লিটনদের সঙ্গী হতে পারেন নারায়ণ জগদীশন। তিন নম্বর নামতে পারেন বেঙ্কটেশ আয়ার। চারে নীতিশ রানা, রিংকু সিং যে ছন্দে রয়েছেন তাতে পাঁচ নম্বরে তার খেলা নিশ্চিত। সঙ্গে থাকবেন আন্দ্রে রাসেল। অলরাউন্ডার হলেও এবারের আইপিএলে এখনও বল করতে দেখা যায়নি তাকে। ব্যাট হাতেও রান পাচ্ছেন না রাসেল। তৃতীয় বিদেশি হিসেবে দলে অবশ্যই থাকবেন সুনীল নারিন। ইডেনের পিচে স্পিন ধরছে। তাই নারিনকে ছাড়া নামার কথা ভাববে না কলকাতা।
আরও পড়ুন: র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেলেন লিটন
নারিনের সঙ্গে স্পিন আক্রমণে থাকতে পারেন বরুণ চক্রবর্তী। পেস আক্রমণ সামলাতে পারেন শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন এবং উমেশ যাদব। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে দলে আসতে পারেন সুয়াশ শর্মা। যদিও কেকেআর আগে বল করলে বেঙ্কটেশের জায়গায় সুয়াশকেই প্রথম একাদশে দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশ
জেসন রয়/লিটন দাস, নারায়ন জগদীশন (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
এফআই