আইপিএলে পুরনো আতঙ্ক নতুন করে
শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ধুন্ধুমার লড়াই। চলতি আসরে ইতোমধ্যে ৬টি ম্যাচ খেলাও হয়ে গেছে। এরই মধ্যে এলো দুঃসংবাদটা। জানা গেছে, আইপিএল সংশ্লিষ্ট একজন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২১ আইপিএলে করোনার কারণে লিগ মাঝপথে স্থগিত করা হয়েছিল। এরপর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
সাবেক ভারতীয় ওপেনার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া করোনা পজিটিভ হয়েছেন। যিনি চলতি আইপিএলে ধারাভাষ্য দিচ্ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন আকাশ নিজেই।
নিজের টুইটারে এক টুইটবার্তায় আকাশ চোপড়া লিখেছেন, কট এন্ড বোল্ড কোভিড। পুনরায় আক্রান্ত হয়েছি। তবে লক্ষ্মণগুলো হালকা। আগামী কয়েকদিন আইপিএলে ধারাভাষ্য দিতে পারবো না।
আরও পড়ুন: কলকাতায় সাকিবের ‘বিকল্প’ হতে পারেন যারা
— Aakash Chopra (@cricketaakash) April 4, 2023
আকাশ চোপড়ার ২০০৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। অভিষেক টেস্টে দুই ইনিংসে মোট ৭৩ রান করেছিলেন। ক্যারিয়ারে মোট ১০টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। ২৩ ব্যাটিং গড়ে ৪৩৭ রান করেছিলেন। দুটি হাফ সেঞ্চুরিও করেন। টেস্ট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে পারেননি।
এদিকে, আকাশ চোপড়ার করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। তবে আইপিএল কর্তৃপক্ষ এখনই তেমন গুরুত্ব দিতে চাইছে না।
এফআই