আশা জাগিয়েও হারে বিশ্বকাপ শুরু মেয়েদের
বাংলাদেশের মেয়েদের দেওয়া ১২৭ টার্গেট টকাপে গিয়ে শুরুতে বেশ বেকায়দায় পড়ে শ্রীলঙ্কান দল। ইনিংসের ১১ ওভার পর্যন্ত চালকের আসনে শামীমা সুলতানরাই ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে লঙ্কান মেয়েরা।
রোববার রাতে কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। প্রথম বলের মুখোমুখি হয়ে ওপেনার মুর্শিদা খাতুন রান আউটে কাটা পড়েন।
তবে টপ-মিডলের অন্য চার ব্যাটার ছোট ছোট রান পেয়েছেন। ওপেনার শামীমা সুলতান ১৩ বলে ২০, তিনে নামা শোভানা মুস্তারি ৩২ বলে ২৯ এবং চারে নামা নিগার সুলতান ৩৪ বলে ২৮ রান করেন।
শেষ দিকে প্রত্যাশা মিটিয়ে তারা রান করতে না পারায় বাংলাদেশ জাতীয় নারী দল ৮ উইকেটে ১২৬ রানে আটকে যায়।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কা নারী দল ৫ ওভার ২ বলে ২৫ রানে তিন উইকেট হারায়। সেখান থেকে শতরান ছাড়ানো জুটি গড়ে জয় তুলে নিয়েছে দলটি।
দলকে জেতাতে লঙ্কান ওপেনার হারশিথা মাধুরী ৫০ বলে ৬৯ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেছেন। আটটি চার ও এক ছক্কা তোলেন তিনি। তার সঙ্গে জুটি গড়া নিলাক্ষী ডি সিলভা ৩৮ বলে দুই চারে ৪১ রান করেছেন।
ম্যাচের ১১ ওভার শেষে লঙ্কান মেয়েরা ৩ উইকেটে মাত্র ৫৪ রান তুলেছিল। পরের ৭.২ ওভারে ৭৫ রান দিয়ে হেরেছে সালমা-জাহানারারা।
এসএম