বিপিএলের প্লে-অফ যেন তারার মেলা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই দেশি-বিদেশি তারকার হাট। যেখানে ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশের ইমার্জিং ক্রিকেটারদের দলে ভেড়ান ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশের ও বাইরের ক্রিকেটারদের যৌথ পারফর্ম্যান্স পুরো আসরে জৌলুস নিয়ে আসে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম থেকেই পাকিস্তানি ক্রিকেটাররা আলো ছড়িয়েছেন। মাঝপথে তাদের বেশিরভাগই দেশে ফিরে যাওয়ায় বিপিএল তারকাশূন্য হওয়ার শঙ্কা তৈরি হয়।
তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বিপিএলের প্লে-অফ খেলতে নতুন ঢাকায় আসছেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। শুক্রবার দিবাগত রাতে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার মারকুটে ব্যাটার ভানুকা রাজাপাকসে। অলরাউন্ডার ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা এবং আফগান স্পিনার মুজিব উর রহমান রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে এসেছেন ইংলিশ তারকা মঈন আলি।
এর আগে, বরিশালের স্কোয়াডে যোগ দিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস, খেলেছেন লিগ পর্বের শেষ ম্যাচেও। বিপিএল মাতাতে উইন্ডিজ অলরাউন্ডর ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড কিংবা সাবেক আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররাও আসতে পারেন বলে জানা গেছে।
রোববার থেকে মিরপুর শেরে-ই বাংলার হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে প্লে-অফের লড়াই। তার আগে আগামীকাল (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে রংপুর ও বরিশাল। একই দিনে সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুই দল সিলেট ও কুমিল্লা।
এসএইচ/এএইচএস