আফগানিস্তানের পাশে দাঁড়াল পাকিস্তান
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে তালেবান ইস্যুকে কেন্দ্র করে সিরিজটি বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আফগানদের যাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়, সে জন্য একই সময়ে রশিদ-নবিদের বিপক্ষে সিরিজ খেলবে বাবর আজমরা।
আগামী মার্চের শেষ দিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরিজের বিষয়টি নিশ্চিত করে টুইটারে শেঠি লিখেছেন, ‘অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করায় আফগানিস্তানের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বিপক্ষে মার্চের শেষ দিকে শারজাহতে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।’
শেঠি আরও বলেন , বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও রাজস্বের সমান অংশ দেওয়ার বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্তকে সমর্থন করছেন তিনি।
এফআই