বৃষ্টিতে খেলা আর না হলে জিতবে বাংলাদেশ
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। লিটন দাশের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই ৬০ রান তুলে ফেলেছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত কিছুটা ধীরে ব্যাটিং করলেও এখনো কোনো উইকেট হারায়নি টাইগাররা।
এর মধ্যে অ্যাডিলেডের মাঠে নেমে এসেছে বৃষ্টি। তাতে খেলা আপাতত বন্ধ রয়েছে।
জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৫ রান। বৃষ্টির আগে ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান।
বৃষ্টি যদি এভাবে চলতে থাকে এবং খেলা মাঠে আর না গড়ায় তাহলে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে জিতে যাবে বাংলাদেশ। বৃষ্টি আইনে এই মুহূর্তে ভারতের চেয়ে ১৭ রানে এগিয়ে আছে টিম বাংলাদেশ।
এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ভারত তোলে ১৮৪ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ভালো শুরু পায়। পাওয়ারপ্লেতে লিটন ঝড়ের মুখে পড়েন ভারতীয় বোলাররা। ভুবনেশ্বর-শামিদের ধারালো পেস আক্রমণকে একরকম পাত্তাই দেননি টাইগারদের এই ওপেনার। ২১ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর এখন ২৬ বলে ৫৯ রানে অপরাজিত আছেন তিনি।
এনইআর