মাথায় চোট নিয়ে হাসপাতালে লঙ্কান ক্রিকেটার
চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভুগিয়েছিলেন লঙ্কান ক্রিকেটার বিশ্ব ফার্নান্দো। তবে দিনের দ্বিতীয় সেশন শেষের আগে শরিফুল ইসলামের বলে মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
পরে আবারও শ্রীলঙ্কা ইনিংসে ব্যাট করতে ফিরেছিলেন, ম্যাচে মঙ্গলবার তৃতীয় দিন বোলিংও করেছেন ফার্নান্দো। তবে তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির সময় 'অস্বস্তি' অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর মাথায় আঘাতের কারণে সতর্কতা হিসেবে এই ম্যাচে তিনি আর খেলবেন না। তার স্থানে 'কনকাশন সাব' হিসেবে মাঠে নেমেছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা।
গত বছরের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন বিশ্ব। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছিলেন তিনি। এই ম্যাচে তাকে না পাওয়া তাই বড় এক ধাক্কাই হয়ে থাকবে শ্রীলঙ্কার জন্য।
এইচএমএ/এটি