বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের পরিসংখ্যান একেবারেই সুখকর নয়। এর আগে সেখানে দ্বিপাক্ষীক সিরিজে খেলা ১৯ ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ। ৬টি টেস্ট খেলে হার সবগুলোতে। জয় নেই ৯ ওয়ানডের একটিতেও। এদিকে নিজেদের সবশেষ সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। তবে টাইগারদের সঙ্গে সবশেষ মুখোমুখি দেখায় ২০১৯ বিশ্বকাপে জয়ী দলের নাম বাংলাদেশ।
এজন্য পরিসংখ্যানে এগিয়ে থাকার স্বস্তি থাকলেও অধিনায়ক তামিম ইকবালের দলকে খাটো করে দেখছে না স্বাগতিকরা। আগামীকাল (শুক্রবার) ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগে আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে এমন কথা বললেন, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
বাভুমা বলেন, ‘বাংলাদেশকে ছোট না করেই বলছি, মানসিকতা ও ভালো করার চেষ্টা জায়গা থেকে আমরা যেন পিছিয়ে না থাকি, সেই চেষ্টা করতে হবে। আমরা যেন তাদের হালকাভাবে না নেই। নিজেদের বারবার মনে করিয়ে দেওয়া কোন কোন জিনিসগুলো আমরা ঠিক করেছি, আমাদের দল হিসেবে কোথায় আছি। প্রতিপক্ষ যেই হোক, যেন পারফরম্যান্সটা নিজেদের মানের সঙ্গে যায়।’
যোগ করেন বাভুমা, ‘আমরা ওদের খাটো করে দেখছি না। হ্যা, ওদের হয়তো ভারতের মতো বড় নামের ক্রিকেটার নেই। তবে ওদের দলে ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। আমরা একটুও ছাড় দেব না। ওদের দলে অভিজ্ঞতা আছে। অনেকেই দক্ষিণ আফ্রিকায় খেলেছে, অস্ট্রেলিয়ায় খেলেছে।’
বাংলাদেশকে হালকাভাবে না নেওতার কারণ ব্যাখ্যা করেন প্রোটিয়া দলপতি। যেখানে টাইগার পেসার আর ব্যাটসম্যানদের প্রশংসা বন্যায় ভাসালেন তিনি।
বাভুমা বলছিলেন, ‘বাংলাদেশ ভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এটা গুরুত্বপূর্ণ যে ওই ম্যাচআপটা কীভাবে দেখি। ওদের পেস বোলার আছে এখানকার কন্ডিশন কাজে লাগানোর জন্য। ওদের ব্যাটসম্যান আছে তারা শর্ট বল ভালো খেলে। আমরা ওদের হালকাভাবে নেব না। আমরা জানি ওদের হারাতে হলে আমাদের ভালো করতে হবে।’
টিআইএস/এমএইচ