‘কিছুটা ভোগা’ রিয়ালের কোচ বার্সাকেও রাখছেন লিগ জেতার দৌড়ে
দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ১৫। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের পারফরম্যান্স ছুটছে উল্টোপথে। বার্সেলোনাকে তাই এখনই লিগ দৌড় থেকে ছিটকে দিচ্ছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের প্লে অফে ৪-২ গোলে দারুণ জয় পেয়েছে বার্সা। এর আগে লিগেও পেয়েছে ৪ গোলের জয়। অন্যদিকে পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হেরে গেছে রিয়াল। লিগেও সম্প্রতি হোঁচট খেয়েছে বেশ কয়েকবার। সব মিলিয়ে আনচেলত্তি স্বীকার করেছেন, ভুগছে তার দল।
তিনি বলেন, ‘আমি আশাবাদী। এটা সত্যি আমাদের যা কিছু হচ্ছে, সেটাকে মূল্যায়ন করতে হবে। আমরা নানা কারণে কিছুটা ভুগছি। এখন বলতে পারি আগের চেয়ে ভালো আছি। আমার মনে হয় আলাভেজের বিপক্ষে ম্যাচে ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি। আমরা উন্নতির সময় পেয়েছি, আশা করি সেটা কাল দেখাতে পারবো।’
শনিবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচটির আগে বার্সেলোনাও লিগ দৌড়ে আছে বলে নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন আনচেলত্তি, ‘নাপোলিতে জেতাটা সহজ কিছু না, তারা সেটা করে দেখিয়েছে। বার্সেলোনা সবসময়ই লিগের জন্য লড়াইয়ে করতে পারে।’
রায়ো ভায়োকানো নিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা জটিল একটা ম্যাচ হবে কারণ রায়ো ভালো করছে। আমার মনে হয় এটা এমন একটা ম্যাচ যেখানে আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি থাকবে। তবে আমরা ভালো অনুশীলন করেছি।’
এই সময় আনচেলত্তি কথা বলেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও, ‘নাদালের সঙ্গে আমি একমত। ২১ শতকে এসে এটা বিরল ঘটনা। আমাদের ভাবতে হবে ও সমাধানের পথে যেতে হবে। ২০২২ সালে এসেও এমন কিছু সত্যিই বিরল। আমার দাদা আমাকে যুদ্ধের ব্যাপারে অনেক কিছু বলেছ্নে।’
এমএইচ