সিমিওনে অ্যাটলেটিকোর কোচ থাকবে না, মাথাতেও আসেনি
গত মৌসুমেই দলকে লিগ চ্যাম্পিয়ন করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। সেই ডিয়েগো সিমিওনেই কি না ছাড়বেন ক্লাবটির দায়িত্ব! শোনা যাচ্ছিল এমন কিছুই।
চলতি মৌসুমটা ভালো কাটছে না। লিগ জয়ের দৌড়ে তো নেই-ই। চ্যাম্পিয়ন্স লিগে আগামী মৌসুমে খেলা হবে কি না, সন্দেহ আছে তা নিয়েও। ২৫ ম্যাচে ১২ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের পঞ্চম স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এতকিছুর পরও সিমিওনের প্রতি আস্থা আছে ক্লাবটির।
অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিক সেরেজো এল পার্টিদাজোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সে ক্লাবের গুরুত্বপূর্ণ সম্পদ আর আমাদের তাকে ধরে রাখতে হবে। আমাদের মাথাতেও এটা আসেনি যে সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ হিসেবে থাকছে না। অন্য একজন কোচের দিকে তাকানো যৌক্তিক হবে না।’
ক্লাব কোনো সংকটে পড়বে না বলেও বিশ্বাস এনরিকের, ‘আমার মনে হয় না কোনো সংকট তৈরি হবে। আমরা এখনও লিগ চ্যাম্পিয়ন, সেরা চারে থেকে শেষ করতে পারি এই মৌসুমে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার ব্যাপারে চেষ্টা করতে পারি।’
ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছিল ইউনাইটেডের ফিনিশিংটা ভালো হচ্ছে না আর কালকেই ৪-২ গোলে জিতেছে তারা। এটি সবসময়ের ক্লাসিক দলগুলোর মধ্যে একটি। ক্রিশ্চিয়ানো অসাধারণ খেলোয়াড়। স্পেনে অনেকগুলো দারুণ বছর কেটেছে তার।’
এমএইচ/এটি