ভয়ে ফুটবল দেখেন না, খবরও পড়েন না আগুয়েরো
বয়সটা ৩৩ কেবল। বন্ধু, সিনিয়রদের অনেকেই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা। সার্জিও আগুয়েরোরও থাকার কথা ছিল তেমনই। কিন্তু অসুস্থতা সব এলোমেলো করে দিয়েছে সার্জিও আগুয়েরোর। তিনি এখন আর ফুটবল খেলোয়াড় নন।
ম্যানচেস্টার সিটি থেকে চলতি মৌসুম শুরুর আগে বড় স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু ক্লাবটির হয়ে আলো ছড়ানোর আগেই হৃদযন্ত্রের সমস্যায় ফুটবল ছাড়তে হয়েছে। অবসরের পর চাইলেও নাকি ফুটবল খেলতে পারেন না আগুয়েরো।
টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এখন খেলতে চাই কিন্তু আমি ভীত। আমি বড় টুর্নামেন্টগুলোর জন্য সারাজীবন সবচেয়ে বেশি অনুশীলন করেছি। আমি ফুটবল দেখি না, খবরও পড়ি না। কী হচ্ছে, তাতে কোনো আগ্রহ নেই।’
অবসরের পর ফুটবলের বাইরের কার্যক্রমেই বেশি ব্যস্ত আগুয়েরো। তার কি ফুটবল খেলতে ইচ্ছে করে? এমন প্রশ্ন থাকতে পারে তার ভক্তদের মনে। আগুয়েরো বলছেন, ভয়ে নাকি তিনি এখন ফুটবলের খবরও দেখেন না। খেলা চালিয়ে গেলে যেকোনো সময় হতে পারতো হার্ট অ্যাটাক, জানিয়েছেন সেটি।
তিনি বলেছেন, ‘যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, তাতেই মনোযোগ দিচ্ছি, যেমন বন্ধু। খেলায় ফেরার কথা বারবার মাথায় আসে কিন্তু আমি জানি এটা এমন কিছু যেটা করতে পারবো না। তারা আমাকে বলেছে, আমি ভাগ্যবান কারণ যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারতো। এখন বিশ্রামের সময়। যা করছি, তাতে খুশি।’
শোনা যাচ্ছে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বহরের একজন হয়ে যাওয়ার ইচ্ছা আছে আগুয়েরোর। আগুয়েরো জানালেন, ভূমিকাটা এখনো নিশ্চিত নয়, তবে বিশ্বকাপে ঠিকই যাচ্ছেন তিনি। টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমার ভূমিকাটা কী হবে, এটা খুঁজে বের করতে হবে আমাদের। তবে আমি কাতারে দলের সঙ্গে থাকব। চিকির (ক্লদিও তাপিয়া) সঙ্গে দারুণ আলাপই হয়েছে আমার।’
‘খেলোয়াড়দের সঙ্গে আমি সময় কাটাতে চাই। দলের সঙ্গে সেখানে থাকতে চাই, সেখানে দলে থাকা সব খেলোয়াড়, স্টাফদের সঙ্গে মানিয়ে নিতে চাই। তাদের কাছাকাছি থাকতে চাই, ও আনন্দে রাখতে চাই। কীভাবে জাতীয় দলকে সাহায্য করতে পারি, সেটা খুঁজে বের করতে চাইছি আমি।’
এমএইচ/এটি