আইপিএলে দল না পাওয়া সাকিব দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের আগে জোর আলোচনা সাকিব আল হাসানকে নিয়ে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেললেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চান না টাইগার অলরাউন্ডার। তবে যে আইপিলের জন্য টেস্ট খেলতে চাননি, নিলামে সেই আইপিএলে কোনো দলই পাননি সাকিব। এরপর থেকে তাকে নিয়ে চলছে নতুন আলোচনা, সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন তিনি?
সাকিব টেস্ট খেলবেন কিনা, এ নিয়ে আজ (বুধবার) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফরচুন বরিশাল দলের পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। যেখানে সাকিবের প্রতি ফাহিমের পরামর্শ, গুরুত্ব বুঝে বুঝে খেলতে হবে সাকিবকে। প্রয়োজনে সাকিব এবং বোর্ডকে বসে আলাপের পরামর্শ ফাহিমের।
মিরপুরে ফাহিম বলছিলেন, ‘এটা নিয়ে আসলে আলাদা করে কোনো কথা হয়নি। ও খেলতে যাচ্ছে কি না সে বিষয়ে কোনো কথা হয়নি। আমার পরামর্শ থাকবে সব খেলার। ও যখনই এভেইলেবল থাকবে, বাংলাদেশের সব খেলা যেন খেলে, এটা আমি চাইব। ওরও শরীরটা যেন ঠিক থাকে। শারীরিক কারণে কোথায় বিরতি নিতে পারে, সেটাও একটু ভেবে রাখা দরকার।’
যোগ করেন ফাহিম, ‘গুরুত্ব বুঝে বুঝে ওকে খেলতে হবে। তাই সাকিব এবং বোর্ডকে বসে আলাপ করতে হবে ও কোথায় কোথায় খেলবে। এভেইলেবল থাকলেও হয়তো একটা সিরিজ নাও খেলতে পারে, একটা টেস্ট নাও খেলতে পারে শারীরিক রিকভারির জন্য। আমার মনে হয়, আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারে।’
টিআইএস/এনইউ