দল ভারী হলো সাকিবের, নবী-ওয়েডকেও কিনল না কেউ
বেঙ্গালুরুতে চলমান আইপিএল নিলামের প্রথম দিনে কোনো দলই কেনেনি সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের দলটা অবশ্য কম ভারী নয়।
ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়নাকেও কেনেনি কেউ। এবার তার দলটা ভারি হলো আরও। মোহাম্মদ নবী আর ম্যাথিউ ওয়েডদের মতো খেলোয়াড়কেও যে নেয়নি কেউ!
মোহাম্মদ নবীকে বিশ্বজুড়ে হতে থাকা টি-টোয়েন্টির ফেরিওয়ালাই বলা চলে। গেল আসরে আইপিএল মাতিয়েছেন, খেলেছেন বিগ ব্যাশেও। এখন যেমন খেলে চলেছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ পাকিস্তান সুপার লিগে। সেই নবীকে নিতে কোনো দল আগ্রহ আজকের নিলামে।
ম্যাথিউ ওয়েডের বিষয়টা অবশ্য অনুমিতই ছিল। ২০১১ সালে খেলেছেন সবশেষ আইপিএল ম্যাচটা। ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলস তাকে ছেড়ে দেয়। এরপর থেকেই আইপিএলে ব্রাত্য তিনি।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতায় বড় অবদান ছিল তার। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খুনে এক ইনিংসে যে দলকে তুলেছিলেন ফাইনালে। তাই একটা সম্ভাবনা তো ছিলই এবার দল পাওয়ার। সেই ওয়েড এবারও দল পেলেননা আইপিএলে। ২ কোটি ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে দলে ভেড়াতে আগ্রহ দেখাননি কেউই।
এনইউ