আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন লাকমাল
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা দিয়েছেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমাল। আসন্ন ভারত সফরের পর অবসরে যাবেন তিনি। ২০০৯ সালে নাগপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন লাকমাল।
নিজের অবসর নিয়ে তিনি বলেছেন, ‘আমি শ্রীলঙ্কার ক্রিকেটের কাছে সবসময় ঋণী থাকবো এমন সুযোগ দেওয়ায় ও আমার দেশের সম্মান রাখার দায়িত্বে বিশ্বাস রাখায়। এটা ছিল সত্যিই আনন্দের এমন একটা বোর্ডের সঙ্গে সম্পর্ক রাখা যারা আমার পেশাদার ও ব্যক্তিগত দুই জীবনকেই সমৃদ্ধ করেছে। আমার সব খেলোয়াড়, কোচ ও সতীর্থ ও সাপোর্ট স্টাফের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি।’
লাকমলের অবসর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও বলেছেন, ‘আমরা লাকমলকে তার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা জানাই। ভারত সফরে শ্রীলঙ্কার হয়ে ভালো করার দিকেও তাকিয়ে আছি যদি নির্বাচকরা দলে নেয়।’
‘শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য লাকমালের দুর্দান্ত অবদান আছে। সে মনে রাখার মতো কিছু স্পেল করেছে জাতীয় দলের হয়ে। শ্রীলঙ্কার ক্রিকেটকে দেওয়া তার সবকিছু মনে থাকবে।’
হাম্বানটোটা জেলা থেকে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করা প্রথম ক্রিকেটার ছিলেন লাকমাল। নতুন টেস্ট ভেন্যুতে প্রথম বলেই উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার ছিলেন তিনি। আগের দুটি নাম ছিল কপিল দেব ও ইমরান খান। পাল্লেকেলে স্টেডিয়ামে উইকেট নিয়েছিলেন লাকমাল।
ডানহাতি এই পেসার এখন পর্যন্ত ৬৮টা টেস্ট খেলেছেন লাকমাল। প্রায় ৩৬ গড়ে ১৬৮ উিইকেট নিয়েছেন তিনি। ৮৬ ওয়ানডেতে ১০৯ উইকেটও পেয়েছেন লাকমাল। পাঁচের কিছু বেশি গড়ে ওভার প্রতি রান দিয়েছেন এই ফরম্যাটে।
এমএইচ