কমেই চলছে লিগের ভেন্যু
যত সময় গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যুর সংখ্যা ততই কমছে। সাত ভেন্যুর ঘোষণা দিয়ে সেখান থেকে চার ভেন্যুতে এসেছিল বাফুফে। এখন সেই চার ভেন্যুর পরিবর্তে তিন ভেন্যু দিয়ে লিগ শুরুর পরিকল্পনা দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার।
৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের ভেন্যু তালিকায় আপাতত নেই বনানীর আর্মি স্টেডিয়াম। আজ (সোমবার) বিকেলে বাফুফে ভবনে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই প্রসঙ্গে বলেছেন, ‘আমরা আর্মি স্টেডিয়ামের সঙ্গে আলোচনা এখনো চালিয়ে যাচ্ছি। আমরা ৫-৬ মাসের জন্য সপ্তাহ দুই দিন করে তাদের মাঠ ব্যবহার করতে চেয়েছিলাম। তারা জানিয়েছে, দুই মাস হলে তাদের জন্য ভালো হয়। এই বিষয় নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’
প্রথম রাউন্ড থেকে বনানীর আর্মি স্টেডিয়াম না থাকলেও পরবর্তীতে যোগ হওয়ার আশা তার, ‘আমরা এই ভেন্যু একেবারে বাদ দিচ্ছি না। এই ভেন্যুর অনুমতিকরণে কিছু আনুষ্টানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন হওয়ার পর আমরা লিগ কমিটির সভায় আবার এই বিষয়ে আলোচনা করে খেলা সেখানে দেব।’
আর্মি স্টেডিয়ামকে বাদ দিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনা, টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামকে চুড়ান্ত করে ফিকশ্চার পাঠাবে ক্লাবগুলোর কাছে।
লিগের ভেন্যু ছাড়াও এলিটা কিংসলের জাতীয় দলে খেলার ছাড়পত্র, ফুটবলারদের টিকা, মার্চে জাতীয় দলের ফ্রেন্ডলি নিয়েও কথা বলেছেন। কিংসলের বিষয়টি শুরু থেকে এখন পর্যন্ত যা হয়েছে এর বৃত্তান্ত জাতীয় দল কমিটির সভায় উঠবে। সেই সভা থেকে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত আসবে। মার্চের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা চালাচ্ছে বাফুফে। বিদেশে গিয়ে খেলার পরিকল্পনা। সেক্ষেত্রে ত্রিদেশীয় টুর্নামেন্ট বা একটি দেশে গিয়ে দুইটি ম্যাচ খেলাও হতে পারে।
আগামীকাল সকালে নারী ফুটবলারদের বাফুফে ভবনে করোনা ভাইরাস প্রতিরোধের টিকা দেয়া হবে। পুরুষ ফুটবলারদেরও টিকার কার্যক্রম চলমান রয়েছে।
এজেড/এমএইচ