মেসি-রোনালদো দুজনই ভিনগ্রহের প্রাণী
একজনের সঙ্গে ক্লাবে খেলেছেন, আরেকজনের সতীর্থ ছিলেন জাতীয় দলে। সময়ের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে খেলার এমন সৌভাগ্য কত জনের হয়! কার্লোস তেভেজ তাদের একজন। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো ও আর্জেন্টিনার হয়ে তিনি খেলেছেন মেসির সঙ্গে।
পুরো পৃথিবীর মানুষই যখন মেসি নাকি রোনালদো- কে সেরা এমন প্রশ্নে বিতর্কে যোগ দিচ্ছেন। তেভেজ সেখানে হয়ে থাকলেন ব্যতিক্রম। দুজনকেই তার কাছে ভিনগ্রহের ফুটবলার বলে মনে হয়। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছেন তেভেজ।
তিনি বলেছেন, ‘তারা দুজনেই কিংবদন্তি। আমি দুজনের সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করেছি। দুজনের সঙ্গে খেলা উপভোগ করেছি ও শিখেছি। তারা দুজনেই সাধারণের চেয়ে বেশি কিছু।’
‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমি দিনের পর দিন কাটিয়েছি। মেসির সঙ্গে জাতীয় দলে খেলেছি। তারা দুজনই ভিনগ্রহের। এখনই ফুটবলের এলিটদের একজন, যেটা অর্জন করা অনেক কঠিন। এটা এমন কিছু যার প্রশংসা করতেই হয়। এসব খেলোয়াড়দের সামনে আপনার মাথা নত করতেই হবে।’
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আটটি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন মেসি। এর মধ্যে ছিল চারটি কোপা আমেরিকা, দুই বিশ্বকাপ ও একটি করে কনফাডেরশন কাপ ও অলিম্পিক। বতর্মান আর্জেন্টিনা দলকে নিয়ে আশায় বুঁক বাধছেন এই আর্জেন্টাইন তারকা।
তিনি বলেছেন, ‘যেমনটা দেখা যাচ্ছে জাতীয় দল খুব খুশি ও স্বাচ্ছন্দ্যে আছে। একটা ভালো দল একসঙ্গে হয়েছে। মানুষ এগুলো দিয়েই আসলে চিহ্নিত করে। পুরো দেশের মানুষই আর্জেন্টিনা দল নিয়ে উৎসাহী। ফুটবলাররা তাদের কাঁধ থেকে একটা বোঝা সরিয়েছে।’
মেসি নাকি ম্যারাডোনা, দুজনের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? এমন প্রশ্নের জবাবে তেভেজ বলেছেন, ‘দুজনকেই বেছে নেবো, তারা আর্জেন্টাইন। একটা সময় আমরা এটা নিয়ে বেশি লড়াই করতাম, বাইরের মানুষের চেয়েও বেশি। বিতর্কটা আমাদের মধ্যে থেকেই তৈরি হয়েছে। আমাদের বরং এটা উপভোগ করতে হতো।’
এমএইচ