আর্জেন্টিনা এখনও ক্ষুধার্ত
কোপা আমেরিকা জয়ের পর প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী। ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপার দেখা পেয়েছে আর্জেন্টিনা। উৎসবটা তাই একটু বেশিই। তবে আর্জেন্টিনা দল এখনও ক্ষুধার্ত, জানিয়েছেন দলটির গোলরক্ষক ও অন্যতম বড় তারকা এমিলিয়ানো মার্টিনেজ।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬ টা ১৫ মিনিটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর বুধবার ভোর সাড়ে পাঁচটায় খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। প্রথম দিনের অনুশীলন শেষে মার্টিনেজ জানিয়েছেন, বিশ্বকাপের বছর নিজেদের আলাদা করে চেনাতে চান তারা।
তিনি বলেছেন, ‘আমরা এখনও ক্ষুধার্ত। এখানে জয়ের ধারা ধরে রাখতে এসেছি। দল হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোচ আমাদের আজকে বলেছে আমরা যা কিছু করেছি, সেগুলো পেছনে পড়ে গেছে। এটা বিশ্বকাপের বছর, হিসাবের ভেতরে থাকতে আমাদের সেরাটা দিতে হবে। তাই জাতীয় দলে কেউই বিশ্রাম নিতে আসে না।’
সবকিছু আবার নতুন করে শুরু করার আশাও জানিয়ে রেখেছেন মার্টিনেজ, ‘আমরা প্রতিটি ম্যাচই এমনভাবে খেলবো যেন এটাই শেষ ম্যাচ। আমাদের নিজেদের সেরা ভার্শনটা হতে হবে যদি আমরা নিজেদের লক্ষ্যটা অর্জন করতে চাই। আর সবকিছু কাল থেকে আবার নতুন করে শুরু করতে হবে।’
গত বছর অনুষ্ঠিত কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচ ড্র হওয়ার পর গড়ায় টাইব্রেকারে। সেখানে দলটির পক্ষে নায়ক হন এমিলিয়ানো মার্টিনেজ। তিনটি পেনাল্টি ঠেকিয়ে আলবিসেলেস্তেদের ফাইনালে তুলেন তিনি। এবারও ম্যাচটি কঠিন হবে জানা আছে এই গোলরক্ষকের।
তিনি বলেছেন, ‘দারুণ ম্যাচ হবে। আমরা কোপা আমেরিকায় ইতোমধ্যেই অভিজ্ঞতা নিয়েছি যে কেমন হবে। তখন ১-১ গোলে ড্র হয়েছিল, কঠিন ম্যাচ ছিল। এখন বিশেষত মাঠের দৈর্ঘ্য সমস্যা হবে। আমরা জানি না আয়তন কেমন হবে। কিন্তু আমরা দেখবো আসলে কেমন হয়। যদি নিজেদের সেরাটা দিতে পারি, আমাদের ম্যাচ জেতার সুযোগ আছে।’
এমএইচ