ভারতে তপুর অস্ত্রোপচার, চেয়েছেন দেশবাসীর দোয়া
কমলাপুর স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ম্যাচ খেলতে গিয়ে পড়েন ইনজুরিতে। ওই জেরে পরে ফেডারেশন কাপ থেকেও নাম সরিয়ে নেয় বসুন্ধরা কিংস। দলটির অধিনায়ক তপু বর্মনের ইনজুরিটাও মারাত্মক। যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলে।
আগামী ২৪ জানুয়ারি ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও চিকিৎসা গবেষণা কেন্দ্রে অপারেশন হবে তার। তপুর সঙ্গে আছেন বসুন্ধরা কিংসের ফিজিও আবূ সুফিয়ান সরকারও।
সোমবার সকালে তপুর হাঁটুতে অস্ত্রোপাচার করবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের পরিচালক ডাক্তার দিনশ পার্ডিওয়ালা। অ্যান্ট্রোপাসি ও ঘাঁড়ে অপারেশনের বিশেষজ্ঞ তিনি। ভারতের বেশ কয়েকটি খেলার জাতীয় দলের সঙ্গেও যুক্ত আছেন দিনশ।
অপারেশনের জন্য দেশবাসী ও সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন তপু বর্মণ। ৪ ডিসেম্বর কমালপুর স্টেডিয়ামের টার্ফে বুটের স্পাইক আটকে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর চিকিৎসক তাকে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রেখেছিলেন। শেষ পর্যন্ত তাকে চিকিৎসার জন্য ভারতেই যেতে হয়েছে।
এমএইচ/এটি