বিপিএলের ‘মুকুট’ ধরে রাখতে চান মুশফিক
![বিপিএলের ‘মুকুট’ ধরে রাখতে চান মুশফিক](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/mushfiq-2-20220120202751.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হলে মিশ্র প্রতিক্রিয়া হয় মুশফিকুর রহিমের। টুর্নামেন্টটির ৭টি আসর চলে গেলেও এখনো শিরোপার স্বাদ পাননি। তবে এক জায়গায় সবার ওপরে মুশফিক। বিপিএলে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এবারও শীর্ষস্থানের মুকুটটা ধরে রাখতে চান তিনি।
বিজ্ঞাপন
২১ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের আগে মুশফিক বললেন, ‘আলহামদুলিল্লাহ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক আমি। আমার কাছে এটা অন্যরকম চ্যালেঞ্জ যেন ওই জায়গাটা ধরে রাখতে পারি।’
বিপিএলে ৮১ ইনিংস ব্যাট করে মুশফিকের দখলে আছে ২২৭৪ রান। তামিম ইকবাল ২২২১ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে। আর কোনো ব্যাটসম্যানের ২ হাজারের উপর রান নেই। বিপিএলের রানের রাজা মুশফিক জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের জার্সি গায়ে চাপালেই মলিন হয়ে যায়। অন্তত তার সাম্প্রতিক পারফরম্যান্স সেটিই বলছে। এজন্য বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজ থেকেও কৌশলে বাদ দেওয়া হয় তাকে।
বিজ্ঞাপন
বিপিএলকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে বললেন, ‘আমি কামব্যাক বা জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি টি-টোয়েন্টি বিপিএল ফরম্যাট নিয়ে। ভবিষ্যতে কি আসবে না আসবে তা নিয়ে একদমই ভাবি না। চেষ্টা করি দলের জন্য, এটাই আমার জন্য যথেষ্ট। যেহেতু আমাকে ডিরেক্ট সাইন করেছেন, তার প্রতিফলন যেন মাঠে দিতে পারি এতটুকুই চিন্তা করছি।’
সঙ্গে যোগ করেন মুশফিক, ‘সবাই তো চায় টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভালো রান করতে। তবে ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলগত লক্ষ্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত বছর রানারআপ হয়েছি। ২ বার একশ’র কাছাকাছি গিয়েও শতক পাইনি। তবে ঐ দুই ম্যাচই জিতেছি। এটাই বেশি জরুরী। এবারও এমন চ্যালেঞ্জই থাকবে। চেষ্টা করব সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। একইসাথে ম্যাচ উইনিং ইনিংস খেলতে চাই যাতে দল ভালো ফলাফল পায়। ব্যক্তিগত লক্ষ্যের চেয়েও বেশি দলীয় লক্ষ্য বেশি অর্জন করতে পারি।’
টিআইএস