বিপিএলের দুই দলের সঙ্গে ইউএস-বাংলা
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। দরজায় কড়া নাড়া এই টুর্নামেন্টের দুই দলের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা। বিপিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ট্রাভেল পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় এয়ারলাইন্স ইউএস-বাংলা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘এবার বিপিএলে আমরা দু’টি দলের ট্রাভেল পার্টনার। একটি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আরেকটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।’
বিপিএলে এর আগেও বিভিন্ন দলের ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করেছে ইউএস-বাংলা। দেশের ফুটবল, গলফের মতো ফেডারেশনের সঙ্গে কাজ করে ক্রীড়া উন্নয়নে। সুযোগ পেলে আরো বড় পরিসরে দেশের ক্রীড়াঙ্গনে কাজ করতে চায় ইউএস-বাংলা।
কামরুল ইসলাম বললেন, ‘ইউএস-বাংলা তাদের শুরু থেকেই বাংলাদেশ ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এর আগে ফুটবলের সাথে জড়িত ছিল, গলফ এর সাথে জড়িত ছিল। বিপিএলের বিভিন্ন দলের সাথে জড়িত ছিল ইউএস-বাংলা।’
সঙ্গে যোগ করেন কামরুল, ‘ইউএস-বাংলা ২০১৪ সালে ডমেস্টিক রুটে মাত্র দুটি ছোট বিমান নিয়ে যাত্রা করি। সেখানে এখন আমরা ১৬টি এয়ারক্রাফট নিয়ে ডমেস্টিক পার হয়ে আন্তর্জাতিক ১০টি দেশে ফ্লাইট অপারেট করছি। বাংলাদেশ ক্রীড়াঙ্গন নিয়ে আমরা আরো বড় স্বপ্ন দেখছি, যেহেতু ক্রীড়াঙ্গনের সাথে আমরা জড়িয়ে আছি। আমরা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আরো বেশি অবদান রাখতে চাই।’
টিআইএস/এটি/এনইউ