বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি
ফেডারেশন কাপ শেষ হওয়ার পর দিন আজই সভা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কমিটির। এই সভায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। লিগ শুরুর দিনক্ষণ হলেও ভেন্যুর বিষয়টি বাফুফে এখনো নিশ্চিত করতে পারেনি।
২৪ ও ২৭ জানুয়ারি বাংলাদেশ ফুটবল দল ইন্দোনেশিয়ার বালিতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ফিফা উইন্ডোতে। জাতীয় দল ফিরে আসার পর লিগ শুরু হচ্ছে। কয়েকটি ক্লাব অবশ্য চেয়েছিল এক রাউন্ড খেলার পর জাতীয় দলের ক্যাম্প শুরু হোক। সেটি অবশ্য শেষ পর্যন্ত হয়নি।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘জাতীয় দলে নতুন কোচ আসছেন। নতুন কোচ দল নিয়ে যেন ৮-১০ দিন অনুশীলন করতে পারেন। এজন্য সবাই জাতীয় দলের খেলার পরই খেলতে সম্মত হয়েছেন। ক্লাবগুলো নিরবিচ্ছিন্ন একটি খসড়া সূচি দিতে বলেছে।’
এখনই লিগ শুরু না করতে পারার আরেকটি কারণ অবশ্য ভেন্যু। কয়েকটি ভেন্যু বাফুফের হাতে থাকলেও সেগুলো প্রস্তুত নয়। ভেন্যু প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘সিলেট ও কুমিল্লার মাঠে ক্রিকেট পিচ রয়েছে। সেগুলো উঠাতে সময় লাগবে। আরো কিছু ভেন্যু রয়েছে যেগুলোতে কিছুটা পরিচর্যা করতে হবে।’
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস এবার নিজেদের কমপ্লেক্সেই স্বাগতিক হতে চায়। তারা ফেডারেশনকে জানিয়েছে এই মাসের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন হয়ে যাবে। বসুন্ধরা কিংসের ভেন্যুটিও বাফুফে বিবেচনার মধ্যে রেখেছে। এই ভেন্যুটি অনুমোদিত হলে দেশের ফুটবলে প্রথম কোনো ক্লাবের নিজস্ব ভেন্যু হিসেবে স্বীকৃতি পাবে। যদিও দেশের ফুটবলের সংস্কৃতি অনুযায়ী অন্য অনেক ক্লাবেই বসুন্ধরায় গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে অবাক হওয়ার থাকবে না।
প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ নিয়েও আলোচনা হয়েছে। চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণ করবে বাফুফের একাডেমি দল। সেই একাডেমি দল পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেও প্রিমিয়ারে খেলতে পারবে না, ‘অনুশীলনের পাশাপাশি ম্যাচ খেলা প্রয়োজন। এজন্য আমাদের একাডেমি দলকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলানো হচ্ছে।’
চ্যাম্পিয়নশিপ লিগের কয়েকটি আসর পেরিয়ে গেলেও এখনো পেশাদারিত্বের ছোঁয়া পায়নি সেভাবে। এবার তিনটি দল আবেদনের মাধ্যমে সরাসরি খেলার যোগ্যতা পাচ্ছে। চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলো অনূর্ধ্ব-১৮ লিগে অংশ নেবে।
এজেড/এনইউ/এটি