কৌতিনিওকে নিয়েই গেল অ্যাস্টন ভিলা
গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ফেলিপে কৌতিনিওকে জড়িয়ে অবশ্য শোনা যায় অনেক ক্লাবের নামই। কিন্তু এবার একেবারে নিশ্চিত হওয়া গেল, বার্সেলোনায় অন্তত চলতি মৌসুমটা থাকছেন না ব্রাজিলিয়ান কৌতিনিও।
অ্যাস্টন ভিলায় ধারে খেলতে যাচ্ছেন তিনি। লিভারপুলের এক সময়ের তারকা আবারও ফিরছেন প্রিমিয়ার লিগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌতিনিওকে ধারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।
তারা লিখেছে, ‘স্বাগতম, ফেলিপে কৌতিনিও। অ্যাস্টন ভিলা ও বার্সেলোনা এই ব্যাপারে সম্মত হয়েছে যে চলতি মৌসুমের বাকি সময়টা ভিলা পার্কে কাটাবেন তিনি।’
কৌতিনিও বার্সেলোনা ছাড়তে চান, বিষয়টা শেষ দিনদুয়েকে পরিষ্কার হয়ে গেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, নতুন ঠিকানায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতে চান নিজেকে। ব্রাজিলিয়ান জাদুকরের এই অভিপ্রায় জেনেই প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলা দলে টানতে চেয়েছে। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবলারকে পেয়েই গেল তারা।
ইউরোপীয় দলবদলের খবরের সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়ে দিয়েছেন, তার বেতনের মূল অংশটা দেবে ইংলিশ ক্লাবটি।
এমএইচ