লুকাকুর কথা চমকে দিয়েছে চেলসি কোচকে
গেল গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৯৪২ কোটি টাকা ব্যয় করে ইন্টার মিলান থেকে রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়েছিল চেলসি। কোচ থমাস টুখেলের অস্ত্রাগারে তাকে দারুণ এক সংযোজন বলেই আখ্যা দেওয়া হচ্ছিল তখন। তবে বছর না ঘুরতেই ইন্টার মিলানেই ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন লুকাকু। বেলজিয়ান এই ফরোয়ার্ডের এই কথায় রীতিমতো চমকেই দিয়েছে দলের কোচ টুখেলকে।
গতকাল বৃহস্পতিবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লুকাকু জানান এই কথা। তাতেই চটেছেন চেলসি কোচ। বলেছেন, ‘সত্যি বলতে, আমি এটা পছন্দ করি না, কারণ এটা অনাকাঙ্ক্ষিত শোরগোল সৃষ্টি করে। কাজে মনোযোগী হতে আমাদের একটা শান্ত পরিবেশ দরকার, এটা মোটেও সেখানে সাহায্য করে না।’
যে বিষয়টা বিস্মিত করেছে টুখেলকে, তা হচ্ছে লুকাকুর আচরণ। টুখেল জানালেন, বেলজিয়ান স্ট্রাইকারকে দেখে সুখিই মনে হয়েছে তার। বললেন, ‘আমার মনেই হয়নি সে অসুখি। আমার তো পুরো উল্টো মনে হয়েছে! যদি কাল সকালে আমাকে জিজ্ঞেস করতেন, আমি বলতাম সে পুরোপুরি ভালোই আছে। সে কারণেই আমার কাছে এটা একটা চমক হিসেবেই এসেছে, তবে এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য আমি যোগ্য ব্যক্তি নই।’
লুকাকু প্রতিদিন অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বেশ, কাজে নিবেদনের কোনো ঘাটতি নেই, অসুখের কোনো ছাপ নেই। সে কারণেই লুকাকুর কথাটা অস্বাভাবিক লেগেছে টুখেলের, ‘আমরা বিষয়টা বোঝার জন্য সময় নিতে পারি। কারণ এ কথা তার দৈনিক কাজ, নিত্যদিনের মনোভাব ও আচার ব্যবহারকে মোটেও তুলে ধরতে পারছে না!’
বিষয়টা নিয়ে লুকাকুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবে চেলসি, জানালেন টুখেল। বললেন, ‘আমরা লুকাকুর সঙ্গে এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসবো। আমার মতে আমাদের সম্পর্কটা যেমন, তেমন খোলামেলাভাবেই এই বিষয়ে আলোচনা করবো আমরা।’
তিনি আরও যোগ করলেন, ‘আমার মনে হয়, আমাদের দলে কেউই হয়তো জানে না লুকাকুর অসুখের কথা। সে কারণেই বিষয়টা আমাদের অনেক চমকে দিয়েছে। আমাদের বিষয়টা পরখ করে দেখতে হবে। কারণ এমন কেন হলো বিষয়টা, তা নিয়ে কোনো কারণই দেখছি না!’
এনইউ