হোটেলের লিফটে ঘণ্টাখানেক আটকা স্মিথ, ‘লাইভ আপডেট’ দিলেন ইনস্টায়
দল অস্ট্রেলিয়া মাঠে পারফর্ম করছে দারুণ। দুই টেস্ট বাকি থাকতেই নিশ্চিত করে ফেলেছেন অ্যাশেজ, অপেক্ষা এবার হোয়াইট ওয়াশের। তবে মাঠের বাইরে বৃহস্পতিবার রাতটা নিশ্চয়ই ভুলেই যেতে চাইবেন অজি ব্যাটার স্টিভেন স্মিথ।
হোটেলের লিফটে উঠে আটকে রইলেন প্রায় এক ঘণ্টার মতো সময়। এমন মুহূর্তকে কে-ই বা মনে রাখতে চায়? তখন অবশ্য তিনি নিয়মিত আপডেট দিচ্ছিলেন ইনস্টাগ্রামে।
অস্ট্রেলিয়া দল তখন ছিল পার্ক হায়াত হোটেলে। তারই লিফটে আটকা পড়েন স্মিথ। নিজেই ইনস্টাগ্রামে একাধিক ভিডিও পোস্ট করে সেই বার্তা দিয়েছেন।
এমন বিপদে অবশ্য স্মিথকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সতীর্থ মার্নাস লাবুশেন। লিফটে আটকে পড়া স্মিথকে কিছু প্রয়োজনীয় প্যাকেটও দেন। রড দিয়ে দরজা খোলার চেষ্টাও করেন। যদিও তা ব্যর্থ হয়েছে শেষমেশ।
এ সময় স্মিথ ভিডিও প্রকাশ করে নিয়মিত আপডেট দিতে থাকেন। তিনি লেখেন, ‘এরকম রাতের কথা কল্পনাও করিনি। আফি লিফটে আটকে পড়েছি। দরজা খুলছে না। লিফট আউট অফ সার্ভিস। আমি দরজা খোলার চেষ্টা করেছি। আরেকটা দিক মার্নাস লাবুশেন খোলার চেষ্টা করছে।’
পরে টেকনিশিয়ান এসে স্মিথকে উদ্ধার করেন। স্মিথ করতালি দিয়ে ধন্যবাদ জানান। স্মিথ নিজের ঘরে ঢুকে লিফট আটকে পরা নিয়ে করা শেষ ভিডিওতে বলেন, ‘এই ৫৫ মিনিট হয়তো আর ফিরে পাব না।’
তবে মাঠের সময়টা ভালোই কেটেছে স্মিথের। প্রথম টেস্টে তার দল জিতেছে নয় উইকেটের বিশাল ব্যবধানে। এরপর অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে হঠাৎ করেই অধিনায়কত্ব পেয়ে যান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স করোনায় আক্রান্ত হওয়ায়। সেই টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিশ্চিত করেন দলের ২৭৫ রানের বিশাল এক জয়। তৃতীয় টেস্টেও দল জিতেছে ইনিংস ও ১৪ রানে। তাতেই সিরিজ নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।
আগামী ৫ জানুয়ারি সিডনিতে শুরু হবে চতুর্থ টেস্ট। সিরিজের শেষ টেস্ট হোবার্টের বেলেরিভ ওভালে। দিবা রাত্রির সেই টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি।
এনইউ