অ্যাস্টন ভিলার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মার্টিনেজ
আর্সেনালেই কাটিয়েছেন ক্যারিয়ারের বেশির ভাগ সময়। যে ক্লাবে খেলার অপেক্ষাতে দিন গুণেছেন, শেষ পর্যন্ত প্রতিদানে কিছুই দেয়নি তারা। এরপর এক মৌসুম আগে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলায়। করছেন দুর্দান্ত পারফরম্যান্স, ভালোবাসও পাচ্ছেন দলটির সমর্থকদের কাছ থেকে।
এবার তো অ্যাস্টন ভিলার চলতি বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেলেন। প্রথম মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ ১৫টি ক্লিনশিট রেখেছিলেন মার্টিনেজ। এরপর দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকাও। ইতোমধ্যেই নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরা গোলরক্ষকদের কাতারে।
অ্যাস্টন ভিলার সেরা খেলোয়াড় হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন এজরি কোনসা, মেটেও ক্যাশ ও দগলাস লুইজকে। ৬৩ শতাংশ ভোট পেয়ে দর্শকদের ভোটের এই পুরস্কার জিতেছেন মার্টিনেজ। গত বছর এই পুরস্কার জিতেছিলেন জ্যাক গ্রিলিশ। চলতি মৌসুমেই যিনি যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে।০
এখন পর্যন্ত অ্যাস্টন ভিলার হয়ে ৫৪ ম্যাচ খেলে ২০টি ক্লিনশিট রেখেছেন তিনি। সমর্থকদের ভালোবাসায় শিক্ত হয়েছেন। তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। বলেছেন, আরও কয়েক বছর থাকতে চান অ্যাস্টন ভিলায়।
তিনি বলেছেন, ‘ভিলা ফ্যানস, হোম ও অ্যাওয়ে, আপনারা সবখানে আছেন। ভিলার মতো বড় দলের খেলোয়াড় হওয়ার সিদ্ধান্তটা আমার জন্য খুব সহজ ছিল। আমি এখানে থাকতে ভালোবাসি আরও কয়েক বছরও থাকব। ক্লাব আমাকে খুবই উষ্ণ রেখেছে প্রথম দিন থেকেই। আমি প্রতিদিন পারফরম করে ক্লাবটি প্রতিদান দিতে চাই।’
এমএইচ/এটি