বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে ‘প্রস্তুতি’ ঘাটতির আফসোস
শীতের সকালে সব আলো যেন তখন তাদের দিকে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন বলে কথা। একসঙ্গে দাঁড়িয়ে ফটোসেশন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও কোচদের। বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। তবে এর আগে ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ।
এই টুর্নামেন্ট খেলে আর দেশে ফিরবেন না বাংলাদেশের যুবারা। ৩০ ডিসেম্বর এশিয়া কাপ শেষ করে চলে যাবেন ওয়েস্ট ইন্ডিজে। এশিয়া কাপের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক রাকিবুল সাংবাদিকদের জানালেন প্রস্তুতিতে ঘাটতি থাকার আফসোসের কথা।
রাকিবুল কী বলেছেন
অনুশীলন নিয়ে আফসোস
গতবার যখন আমরা গিয়েছিলাম তখন ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম, এবার পুরোনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই দলের ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করবো।
গতবার তো এরকম কোভিড পরিস্থিতি ছিলো না। কোভিডের কারণে আমরা যেমন এবার প্রস্তুতি নিতে পারিনি তেমনি বাকি দলগুলো ওরকম। মরা গত ২-৩ মাসে কয়েকটা সিরিজ খেলেছি এবং আমি মনে করি এটাও খারাপ না। আমাদের ভালো প্রস্তুতিই হয়েছে এবং এশিয়া কাপের আগে যে ক্যাম্পটা করলাম সেটাও ভালো হয়েছে।
ওই যে বললাম কোভিডের জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। গত কয়েক মাসে আমরা চেষ্টা করেছি প্রস্তুতি নেওয়ার। সুতরাং আমরা যতটুকু পেরেছি চেষ্টা করবো ওটা নিয়েই ভালো কিছু করার।
লেগ স্পিনার নেই, এটা কি পিছিয়ে রাখবে?
থাকলে অবশ্যই ভালো হত। কিন্তু আমাদের যে দলটা আছে এটা নিয়েই আমরা আত্মবিশ্বাসী। আমাদের যে স্পিনাররা আছে দলে তাদের নিয়েই ফোকাস করছি। কীভাবে ভালো পারফরম্যান্স করা যায় সেদিকেই নজর দিচ্ছি।
দেখেন বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলই ছোট না। মরা সব দলকেই সম্মান জানাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে হলে ছোট বড় সব দলকেই হারাতে হবে। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই ভালো কিছু করার চেষ্টা করবো।
দেখেন আমরা শুধু আমাদের খেলায় ফোকাস করতেছি। আমরা কীভাবে পরিকল্পনা অনুযায়ী সেখানে গিয়ে খেলবো আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কীভাবে প্রয়োগ করবো আর সেরা প্রস্তুতি নিয়ে যাওয়া যায় সে চেষ্টাই করবো।
ভারতকে হারিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছি, তারাই আমাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী কি না?
এটা আসলেই ভালো লাগে ভারতের মতো দলকে গত সিরিজে তাদের মাটিতে গিয়ে হারিয়ে এসেছি। আমাদের আত্মবিশ্বাস ছিল, ভালো প্রস্তুতি নিয়ে সেখানে গিয়েছি। আর বিশ্বকাপে শুধু ভারত না, অন্যান্য আরও ভালো ভালো দল আছে। আমরা চেষ্টা করবো আমাদের সেরা খেলাটা খেলে ভালো পারফর্ম করার।
সিনিয়রদের সঙ্গে কোনো কথা হয়েছে?
না, তেমন কথা হয়নি। দুই একদিন রিয়াদ ভাইয়ের সাথে নেটে দেখা হয়েছিল। উনি ওখানকার উইকেট সম্পর্কে ধারণা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কেমন হতে পারে সে ধারণা দিলো। এতটুকুই কথা হয়েছে।
এমএইচ