আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপে যাওয়া হবে দারুণ ব্যাপার : আগুয়েরো
অসময়েই ক্যারিয়ারটা থেমে গেছে সার্জিও আগুয়েরোর। আর বছর খানেক পরই হবে বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে তার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলতে যাওয়ার সম্ভাবনাও ছিল প্রবল। কিন্তু মাঝখানে এসে ঝামেলা বাঁধিয়েছে হৃদপিণ্ডের সমস্যা। তাতে শেষ অবধি বিদায়ই বলতে হয়েছে ফুটবলকে।
অবসরের পর কী করবেন আগুয়েরো? এমন প্রশ্ন এখন চারপাশে। এর মধ্যেই আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছিল, ম্যানচেস্টার সিটির কিংবদন্তি ফুটবলারকে নাকি বিশ্বকাপে নিয়ে যেতে চায় দেশটির ফুটবল ফেডারেশন। এমন গুঞ্জনের মধ্যেই শনিবার আর্জেন্টিনায় ফিরেছেন তিনি।
তবে এখনই যে সবকিছু চূড়ান্ত নয়, আগুয়েরো বারবার জোর দিয়েই বলেছেন সেটি। আর্জেন্টিনার টেলিভেশন চ্যানেল টিএনকে বলেছেন, ‘দলের সঙ্গে বিশ্বকাপে যেতে পারাটা হবে দারুণ ব্যাপার। আমি এখনও জানি না কী হবে। কিন্তু সবসময়ই জাতীয় দলের সঙ্গী হতে চাই।’
আরও পড়ুন : এবার ইউরোপের লিগে যোগ দিচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
আপাতত যে ছুটি কাটাতেই এসেছেন সেটিও মনে করিয়ে দিয়েছেন আগুয়েরো, ‘আমি এখানে বড়দিন উদযাপন করতে এসেছি। এখন আমি ভবিষ্যতে কী করব এ নিয়ে কোনো ভাবনায় যেতে চাই না। জানি না এখানে কতদিন থাকবো। এখানে ছুটি কাটাতে এসেছি আর এটাই সত্যি।’
‘আমি স্বাস্থ্যগত দিক থেকে ভালো অনুভব করছি। কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে আবার কথা বলা দরকার আছে। এখন আমি উপভোগ করতে চাই, পরিবারের সঙ্গে থাকতে চাই, বড়দিন উদযান করবো এরপর দেখা যাক কী করি। এখন আমার মাথায় অন্য কিছুই নেই।’
এমএইচ