কোভিড সেন্টারে ‘ভালো আছেন’ হেরাথ
নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। বর্তমানে হোটেল থেকে এই লঙ্কানকে নিয়ে যাওয়া হয়েছে কোভিড সেন্টারে। হেরাথের বর্তমান অবস্থা জানাতে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে থাকা অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল জানালেন, ভালো আছেন হেরাথ।
শুক্রবার নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় নাফিস বললেন, ‘হেরাথ ভালো আছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের টিম নিয়মিত যোগাযোগ করছে। সুজন ভাই আছেন, আমি আছি। আশা করছি শীঘ্রই তাকে আমাদের সাথে পাব।’
হেরাথ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের মেয়াদ বেড়েছে। শুরুতে ৭ দিন কোয়ারেন্টাইন করার কথা থাকলেও এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে। অনুমতি পেয়ে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিল সফরকারীরা। তবে আবার বন্ধ রাখতে বলা হয়েছে অনুশীলন।
নাফিস বলেন, ‘গতকাল আমরা অনুশীলনের অনুমতি পেয়েছিলাম। আজ অনিবার্য কারণে সরকারের দিক থেকে নিষেধ করা হয়েছে। সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এই নির্দেশনা এসেছে। আমাদের আরেকটি কোভিড টেস্ট বাকি রয়েছে। তিনটা টেস্ট করেছি। কোয়ারেন্টিনের ৯ম দিনে আরেকটি পরীক্ষায় সবাই নেগেটিভ এলে আমরা ছাড়পত্র পাব।’
সঙ্গে যোগ করেন নাফিস, ‘আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ছিল। সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। এটাও আসলে ১০ দিনের। ৭ দিন এমআইকিউয়ের অধীনে, বাকি ৩ দিন অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হত। এখন ওই ৩ দিনও হয়তো এমআইকিউয়ের অধীনেই থাকতে হবে।’
টিআইএস/এনইউ