বিপিএলে আইকন হিসেবেই থাকছেন মাশরাফি
২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর জাতীয় দলের বাইরে আছেন মাশরাফি বিন মুর্জতা। প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি দেখা যায় না তাকে। সবশেষ মাঠে নেমেছেন ২০২০ সালে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। দীর্ঘদিন পর আবার বাইশ গজে ফেরার অপেক্ষায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সব ঠিক থাকলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা যাবে মাশরাফি কে।
দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে ‘আইকন’ হিসেবেই রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (বুধবার) তেমনই ইঙ্গিত দিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘মাশরাফি কেন খেলবে না? আইকন হিসেবেই থাকবে আশা করছি। উপরের তালিকায় আছে। ৬ জন আইকন তো থাকবে। পরশু দিনের (শুক্রবার) মধ্যে জানা যাবে।’
মাশরাফির খেলাটা বিপিএলের জন্য সৌভাগ্য বলছেন আকরাম, ‘মাশরাফি খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। আমি মনে করি ওর সাথে খেলাটাও অনেক সৌভাগ্যে ব্যাপার। কারণ ও খুব অভিজ্ঞ, ও অনেকদিন বাংলাদেশ দলকেও সেবা দিয়েছে, ও খেলা মানে বিপিএলে চাপটা বেড়ে যায়। আমার মনে হয় যারা ওর সাথে খেলবে তারা অনেক ভাগ্যবান।’
টিআইএস/এটি/এমএইচ