আজহারকে ফেরালেন এবাদত
বৃষ্টিতে ভেসে গেছে টেস্টের দেড় দিন। অবশেষে শুরু হয়েছে খেলা। চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন এবাদত হোসেন। ফেরালেন সেট ব্যাটার আজহার আলিকে।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-০ ব্যবধানে। টেস্টের শুরুটাও হয়েছে হার দিয়ে। শেষ টেস্টে সে বৃত্ত থেকে বেরোনোর প্রত্যয় নিয়ে নেমেছিল বাংলাদেশ। টানা বৃষ্টির বাগড়ায় এই টেস্ট অবশ্য এগিয়ে যাচ্ছে ড্রয়ের দিকেই।
তবে চতুর্থ দিনে এসে বাংলাদেশকে দারুণ আশার আলোই দেখালেন এবাদত। আকাশে মেঘ, উইকেটে ময়েশ্চারকে কাজে লাগাতে দুই দিক থেকেই আনা হয়েছিল পেসার।
শর্ট বলে পাকিস্তানকে কুপোকাতের কৌশল বেছে নিয়েছিলেন এবাদত। একটা চার খেয়েছিলেন, তবে তাতেও দমে যাননি। পরে একটু নিচু হয়ে আসা সেই 'শর্ট বলেই' সর্বনাশ হলো সেট ব্যাটার আজহারের। পুল করতে গিয়ে ব্যাটে বলে হয়নি, বল ব্যাটের কোণায় লেগে উঠে যায় আকাশে, তারপর অনায়াসেই তা গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেটের দেখা।