সরলো কভার, শুরু হলো খেলা
আগের দিনে কিছুটা বৃষ্টির হানা ছিল। শেষ বিকেলে ছিল আলোকস্বল্পতা। যে কারণে প্রথম দিন থেকে খোয়া গেছে ৩৩ ওভার। আজ বাংলাদেশ পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনে আবারও বৃষ্টির হানা। প্রথম সেশনে তাই একটা বলও গড়াল না মাঠে।
দিনভর এই লুকোচুরির অবসান ঘটতে চলেছে অবশেষে। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে, নির্ধারিত সময় থেকে তিন ঘণ্টারও কিছু বেশি পরে।
আজ রোববার দ্বিতীয় দিন ম্যাচের সময় আধাঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে তার আগেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এজন্য দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াতে বিলম্ব হয়।
এর আগে প্রথম দিনে ৯০ ওভারের মধ্যে শেষ করা গেল মাত্র ৫৭ ওভার! ৩৩ ওভার বাকি রেখেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। আলোকস্বল্পতা আর বৃষ্টি বাংলাদেশ দলের হতাশাকে অবশ্য আড়াল করতে পারল না। আজ স্বাগতিক বোলাররা একেবারেই সুবিধা করতে পারেননি। প্রথম দিনে পাকিস্তান হারিয়েছে মাত্র ২ উইকেট। তাদের স্কোর বোর্ডে উঠেছে ১৬১ রান।
বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলা হয়নি মোটেও। ফলে অবধারিতভাবেই কমছে ওভার সংখ্যা। ক্রিকইনফো জানাচ্ছে, আজ রোববার খেলা হবে ৬৬ ওভার। ১২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া এই সেশনে খেলা হবে ২০ মিনিট। ১টা ১০ মিনিটে শেষ হবে সেশন। বিশ মিনিট বিরতির পর দেড়টায় আবার মাঠে নামবে দুই দল। এরপর চার ঘণ্টা দীর্ঘ এক সেশন খেলে এরপর শেষ হবে দিনের খেলা।
তবে সবকিছুই নির্ভর করছে প্রকৃতির মর্জির ওপর। বৃষ্টি শুরু হলে তো কথাই নেই, আলো কমে গেলেও সব পরিকল্পনা যাবে ভেস্তে। প্রথম দিন যেমনটা হয়েছিল।
টিআইএস/এনইউ/এটি