রোনালদোর কথা ভাবেনই না মেসি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। শেষ এক যুগ তো বটেই, দু’জনের এই লড়াই ফুটবল ইতিহাসেরই সেরা ব্যক্তিগত দ্বৈরথ কিনা তা নিয়েও আলোচনা হয় বিস্তর। তবে এবার লিওনেল মেসি নিজেই জানালেন, এসব নিয়ে মোটেও ভাবেন না তিনি।
তাহলে ফুটবল নিয়ে তার ভাবনাটা থাকে কী নিয়ে? এ প্রশ্ন তো আছেই, সঙ্গে আরও অনেক প্রশ্নের উত্তরই তিনি সম্প্রতি দিয়েছেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার দ্বৈরথটা শুরু সেই ২০০৮ সালে। সেবার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো, আর মেসি শেষ করেছিলেন তিনে। এরপরের বছর প্রথম ব্যালন ডি’অর জেতেন তিনি। জেতেন এর পরের তিন বছরও।
শুধু কি ব্যালন ডি’অর? গোল করে-করিয়ে, দলকে শিরোপা জিতিয়ে, ব্যক্তিগত অজস্র শিরোপা জিতে দু’জনে আলোচনায় আছেন অনেক বছর ধরেই। এমন এক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার ভাবনা কী, এমন এক প্রশ্ন ধেয়ে গিয়েছিল সাম্প্রতিক সাক্ষাৎকারে।
মেসির জবাব, প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করলেও অন্যদের নিয়ে খুব একটা ভাবেন না তিনি। বললেন, ‘আমি সবসময় যেটা চেয়েছি, সেটা হলো নিজের উন্নতি। অন্যরা কী করছে, তা নিয়ে খুব একটা চিন্তা করি না।’
রোনালদোর সঙ্গে একই লিগে খেলেছেন বহু বছর। লা লিগা ইতিহাসের অনেক রেকর্ডই পাল্লা দিয়ে ভেঙেছেন দু’জনে। এ বিষয়টাই খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে দু’জনকে, মনে করেন মেসি। তবে এটা যে ব্যক্তিগত লড়াই ছিল না, ব্যাপারটা আবারও মনে করিয়ে দেন রেকর্ড ব্যালন ডি’অর বিজয়ী।
বললেন, ‘রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটা একই লিগে খেলার কারণে হয়েছে। বিষয়টা দুর্দান্তই ছিল। এটা আমাদের ফুটবলার হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে। তবে এটা কিন্তু হয়েছে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না করেই।’
এনইউ