বিশ্বকাপ ব্যর্থতার তদন্তে কিছু ‘গুরুত্বপূর্ণ’ জিনিস পেয়েছে বিসিবি
বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের পেছনের কারণ খুঁজতে ২ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গঠিত এই কমিটি দলের ব্যর্থতার প্রধান কারণগুলো খুঁজে বের করে ক্রিকেট বোর্ডে প্রতিবেদন আকারে জমা দেবেন। দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুসের তদন্ত প্রতিবেদক এখনো বোর্ডে জমা না পড়লেও সেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছে বিসিবি।
শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘কোনো সমস্যা থাকলেও খেলোয়াড়দের জিজ্ঞেস করলে ফট করে বলে দিবে এটা এত সহজ না। কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে। তবে কোচিং স্টাফ নিয়ে কিছু নেই। তবে এই তদন্ত যথেষ্ট নয়। আমার নিজেরও ওদের সাথে কথা বলা উচিৎ। সিনিয়র খেলোয়াড়দের সাথে তো আমার চেয়ে ঘনিষ্ঠ কেউ নেই। আমার একটু ওয়ান টু ওয়ান কথা বলা দরকার।’
তদন্তে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেলেও সেটি প্রকাশ্যে আনেননি পাপন। কিন্তু সেখানে যে কোচিং স্টাফকে নিয়ে নেতিবাচক কিছু পাওয়া যায়নি সে কথা তিনি জানিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যাবে আগামী জানুয়ারি মাসে। আপাতত সে সময়েই অপেক্ষায় আছেন পাপন।
পাপন জানালেন, ‘আমরা এখনও তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষা করছি। বিশ্বকাপে প্রতিটি ম্যাচে প্রায় একই কাহিনী। প্রত্যেক খেলোয়াড়ের খারাপ সময় যায়। কিন্তু এত ভালো খেলোয়াড়, একসাথে এতগুলো ম্যাচে কেউ পারফর্ম করতে পারল না? কেউ পারল না? এই জিনিসটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। পুরো টুর্নামেন্টে কাউকে মনে হয়নি তাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পেরেছে। তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে।’
সঙ্গে যোগ করেন পাপন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা তদন্ত কমিটি করেছি। যতটুকু সম্ভব নিরপেক্ষ কমিটি। তারা তদন্ত করেছেন। সম্ভবত শেষও করে ফেলেছেন, বা প্রায় শেষ। প্রতিবেদন এখনও দেয়নি, দিয়ে দিবে। আমি কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আহামরি তেমন কিছু পাওয়া যায়নি। এতে আমি আশ্চর্যও হইনি।’
টিআইএস/এনইউ