সাকিব-তাসকিনের দিকে তাকিয়ে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান যেন একের মোড়কে সব! সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার সব অধিনায়কই দলে পেতে চাইবেন। তবে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না সাকিব। এবার ফিরেছেন ঢাকা টেস্টে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরছেন হাতের চোটা ভোগা পেসার তাসকিন আহমেদও।
সম্প্রতি হারের বৃত্তে আটকা যাওয়া বাংলাদেশ দলে প্রথম টেস্টে পাকিস্তানের কাছে হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। সব মিলিয়ে মানসিকভাবে ভালো অবস্থানে নেই ক্রিকেটাররা। এর মধ্যে স্বস্তি হয়ে এসেছে সাকিব-তাসকিনের ফেরা। অন্তত তেমনটিই মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল।
এক ভিডিও বার্তায় বাবুল বলেন, ‘সাকিব ও তাসকিনের অন্তর্ভুক্তি অবশ্যই ইতিবাচক দিক। দুজনই আমাদের দলের জন্য বিশ্বমানের খেলোয়াড়। নতুন বলে যদি বলি, এবাদত ভালো করছে, পাশাপাশি তাসকিন যদি খেলে, তাহলে নতুন বলের জুটিটা খুব ভালো হবে। মিরপুরে টি-টোয়েন্টিতে তাসকিন খুব ভালো বোলিং করেছে, বিশ্বকাপেও ভালো করেছে। সে ভালো শেপে আছে। পাশাপাশি সাকিব এসেছে, তাইজুল ও মিরাজের ওপর যে দায়িত্বটা থাকে, সেটা সাকিবও ভাগাভাগি করে নিতে পারবে। সো বোলিং ইউনিট আমাদের খুবই ভালো হবে।’
সঙ্গে যোগ করেন মিজানুর, ‘জিম্বাবুয়ের পর আমরা এখানে (দেশে) টেস্ট খেলছি। মাঝে আমরা বিশ্বকাপ খেলেছি। এরপরে বাংলাদেশেও টি-টোয়েন্টি। বিশ্বকাপ ও টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স আমরা জানি। মানসিকভাবে আমাদের ছেলেরাও খুব একটা ভালো অবস্থানে ছিল না।’
এদিকে সাকিব-তাসকিন ফিরলেও টাইফয়েডের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাইফ হাসান। তার পরিবর্তে কাকে দেখা যাবে ওপেনিংয়ে? নাঈম শেখ দলে ফিরলেও মাহমুদুল হাসান জয়ের দিকে পাল্লা ঝোলালেন মিজানুর।
মিজানুরের ব্যাখ্যা, ‘টপঅর্ডাররা এখানে (চট্টগ্রামে) ফেল করেছে দুই ইনিংসে, আমরাও (দল) ভালো করতে পারিনি। মিরপুরে জানি না কারা ওপেন করবে। সাদমান এক নম্বর পছন্দ। অন্যান্যদের মধ্যে জয় এসেছে নতুন। ন্যাশনাল লিগে খুব ভালো ব্যাটিং করেছে। তার হয়তো একটা সুযোগ আসবে। শান্ত শ্রীলঙ্কার পর এখানে খেলছে। শ্রীলঙ্কাতে খুব ভালো খেলেছে। হয়তো নতুন বলটা তারাই খেলবে। তাদের মধ্যে সেই আগ্রহ-চেষ্টাটা আমি দেখতে পেয়েছি। আশা করি মিরপুরে ভালো হবে।’
টিআইএস/এটি