মুমিনুলদের কান বন্ধ!
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের প্রেস কনফারেন্স মানে সোজাসাপ্টা জবাব, ঘোরপ্যাঁচ পছন্দ করেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের স্লটে যে প্রশ্নগুলো পেলেন, সপাটে হাঁকালেন তিনি। প্রশ্নের লেংথ বুঝে কখনো ‘ডাক’ করলেন আবার কখনো রক্ষণাত্মক খেললেন।
বাংলাদেশ ক্রিকেটে যে ক্রান্তি চলছে, সেখানে মুমিনুল হক নিজেকে নির্দোষ দাবি করতেই পারেন। গেল গেল যে রব উঠেছে তার পুরোটাই টি-টোয়েন্টি ফরম্যাট কে কেন্দ্র করে। এই সংস্করণে খেলেন না মুমিনুল। তবে তিনি যে ফরম্যাটের অধিনায়ক, সেই টেস্টেও বেহাল দশা। সবে মিলিয়ে সমালোচনার তিরে বৃদ্ধ বাংলাদেশ ক্রিকেট। তবে এসব সমালোচনা গায়ে না মাখার ইঙ্গিত দিলেন মুমিনুল। জানালেন, বাইরের কথায় কান দিচ্ছেন না তিনি।
২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন, ‘বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করা।’
দলের বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ‘নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় আপনার নিজের কানটা বন্ধ করতে হবে।’
তবে মুমিনুল মুখে যতই বলুক বাইরের কথায় কান দিচ্ছেন না, এসব মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে।
টিআইএস/এটি