ডিআরইউ মিডিয়া ফুটবলের তৃতীয় দিনে জয়ী যারা
প্রাণ ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে আজ ছিল তৃতীয় দিন। তৃতীয় দিনে ভোরের ডাক, এটিএন নিউজ, রাইজিংবিডি, চ্যানেল আই, জিটিভি, চ্যানেল ২৪, জাগোনিউজ, নিউ এইজ, এটিএন বাংলা ও আরটিভি নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে।
আজ (মঙ্গলবার) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে এটিএন নিউজ টাইব্রেকারে ৩-২ গোলে আমাদের সময়কে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সাব্বির আহমেদ। দ্বিতীয় ম্যাচে রাইজিংবিডি টাইব্রেকারে ২-১ গোলে এশিয়ান টিভিকে পরাজিত করেছে।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের জুনায়েদ শিশির। তৃতীয় ম্যাচে চ্যানেল আই ৫-০ গোলের বড় ব্যবধানে বিজনেস পোস্টকে পরাজিত করেছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যানেল আই’র জুয়েল। চতুর্থ ম্যাচে যুগান্তরকে ২-১ গোলে হারিয়েছে চ্যানেল ২৪। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের রাহাত মিনহাজ।
পঞ্চম ম্যাচে জাগোনিউজ ২-১ গোলে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মনিরুজ্জামান উজ্জ্বল। ষষ্ঠ ম্যাচে নিউ এইজ ৩-০ গোলে নিউজ ২৪ কে পরাজিত করে। একাই ৩ গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের ফয়েজ আহম্মদ।
সপ্তম ম্যাচে এটিএন বাংলা ২-০ গোলে আজকের পত্রিকাকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এটিএন বাংলার কামরুজ্জামান রাজিব। অষ্টম ম্যাচে আরটিভি ৪-০ গোলের বড় ব্যবধানে বাংলাদেশ কণ্ঠকে পরাজিত করে। বিজয়ী দলের মাসুদ মোস্তাহিদ হ্যাট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ হন। দিনের অন্য দুই ম্যাচে প্রতিপক্ষ দল সময়মত মাঠে না আসায় ভোরের ডাক ও জিটিভি ওয়াক ওভার লাভ করে।
তৃতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পাবলিক রিলেশন ম্যানেজার মো: মাকসুদ ইসলাম জোয়ার্দার ও ডেপুটি পাবলিক রিলেশন ম্যানেজার মো: হুমায়ুন আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ-কমিটির আরও অনেকে।
এজেড/এমএইচ