মিরপুরকে পাকিস্তান মনে হচ্ছে ফখরের
পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামানের যেন বিশ্বাসই হচ্ছে না! ভিন দেশে যে তাদের এতো সমর্থক আছে, সেটি আগে কখনো দেখননি তিনি। বাংলাদেশিরা যেভাবে তাদের সমর্থন দিচ্ছে, তাতে ফখর কাছে মনে হচ্ছে নিজ দেশ পাকিস্তানেই খেলছেন তারা।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এখন পর্যন্ত মাঠের পারফরম্যান্সে বাজিমাত তাদের। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুর ২ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাবর আজমদের দল। এ সিরিজে টাইগারদের হতশ্রী পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় ‘দর্শক’ প্রসঙ্গ।
এই সিরিজ দিয়ে ৬১৭ দিন পর ঘরের মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নিজ দেশেও যেন পরবাসী মাহমুদউল্লাহ রিয়াদের দল। লাল-সবুজের পতাকার পাশাপাশি গ্যালারিতে জায়গা দখল করেছে পাকিস্তানি পতাকা। পাকিস্তানিদের সঙ্গে বাংলাদেশের অনেক সমর্থক গলা ফাটাচ্ছেন বাবর-ফখরদের হয়ে। বিষয়টা বাংলাদেশের জন্য বিব্রতকর হলেও তা মুগ্ধ করেছে সফরকারী দলকে।
সিরিজের দ্বিতীয় ম্যাচের পর ফখর বললেন, ‘পাকিস্তানেই খেলছি এমনটা মনে হচ্ছে। যখন উইকেট নিচ্ছি কিংবা ভালো শট খেলছি, তখন বাংলাদেশের ক্রিকেটাররা যেমন সমর্থন পাচ্ছে ঠিক একই রকম সমর্থন আমরাও পাচ্ছি। তাদের (বাংলাদেশের) ভক্তরাও আমাদের সমর্থন করছে, যা খুবই খুশির।’
সঙ্গে যোগ করেন ফখর, ‘আমার একদমই বিশ্বাস হচ্ছে না। ২০১৮ সালেও আমি বাংলাদেশে এসেছিলাম, তখন পাকিস্তানকে সমর্থন করতে এত মানুষকে দেখিনি। যারা মাঠে আসছে এবং পাকিস্তানকে সমর্থন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা।’
কিছুদিন আগে বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ দল এই সিরিজের প্রথম দুই ম্যাচে টিম বাস করে মাঠে ঢোকার সময় দুয়ো পেয়েছেন সমর্থকদের কাছ থেকে। অথচ সেই সমর্থকদের অনেকেই আবার বিপুল হর্ষধ্বনিতে স্বাগত জানায় পাকিস্তানের টিম বাসকে। গ্যালারিতে পাকিস্তানের জার্সি গায়ে ও পতাকা হাতে উল্লাস করতে দেখা গেছে অনেক দর্শককে। তাদের অনেকেই বাংলাদেশের।
টিআইএস